এর চেয়ে বেশি আমি কী পেতে পারি : পূর্ণিমা
চিত্রনায়িকা পূর্ণিমা। চলচ্চিত্র, নাটক, বিজ্ঞাপন বা উপস্থাপনায় তুমুল জনপ্রিয় তিনি। নিজের প্রতিভা দিয়ে স্থায়ী আসন গড়েছেন দর্শকের হৃদয়ে। ১৯৮১ সালে আজকের এই দিনে (১১ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ দিনে অসংখ্য অনুরাগীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এ তারকা।
ছোটবেলায় পূর্ণিমার জন্মদিন উদযাপন ছিল বর্ণাঢ্য। বড় হওয়ার পরও তিনি বেশ উপভোগ করেন। তবে করোনার এই সময়ে যখন মানুষের জীবন বিপর্যস্ত, এমন সময় সবার স্বতঃস্ফূর্ত শুভেচ্ছা অনেক বড় পাওয়া বলে মনে করেন পূর্ণিমা।
এনটিভি অনলাইনকে পূর্ণিমা বলেন, ‘গত রাতে নিজের পরিবারের সঙ্গে কেক কেটেছি। তখন থেকেই ফোনে, সোশ্যাল মিডিয়ায় সবাই উইশ করছে। ভোর থেকে কাছের মানুষগুলো ফোন দিয়ে কথা বলছে, শুভেচ্ছা জানাচ্ছে। অনেকেই নিজের ফেসবুকে আমার ছবি দিয়ে উইশ করছে। আমি বিষয়গুলো অনেক বেশি উপভোগ করছি। এগুলো আমার জন্মদিনের অনেক বড় উপহার। কারণ মানুষ যখন নিজের জীবন নিয়ে ভীত, এমন সময় মন খুলে আমাকে উইশ করছে, আমার জন্য দোয়া করছে, এর চেয়ে বেশি আমি কী পেতে পারি। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমাদের সবার জন্য দোয়া করবেন।’
শৈশব ও বর্তমানে জন্মদিন উদযাপন প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘ছোটবেলার জন্মদিনগুলো অনেক বেশি বর্ণাঢ্য ছিল। নতুন পোশাক পরে ঘুরে বেড়ানো, বন্ধুদের নিয়ে কেক কাটা—সব কিছুর মধ্যে অদ্ভুত একটা আনন্দের অনুভূতি। তবে বড় হওয়ার পরও জন্মদিনগুলো আমি বেশ উপভোগ করেছি। অল্প বয়সে যেহেতু আমি মিডিয়াতে যাত্রা করেছি, সেই হিসেবে সবাই আমাকে চেনে এবং বিশেষ দিনগুলোতে সবাই উইশ করে, এ বিষয়টি আমি সব সময়ই উপভোগ করি।’
চট্টগ্রামের ফটিকছড়িতে কেটেছে পূর্ণিমার শৈশব। কৈশোরে চলে আসেন ঢাকায়। ঘটনাক্রমে নাম লেখান সিনেমায়। প্রায় দুই যুগের অভিনয় ক্যারিয়ারে শতাধিক দর্শকনন্দিত ছবি উপহার দিয়েছেন। পাশাপাশি ছোট পর্দা, অর্থাৎ টেলিভিশনেও করেছেন চমৎকার কিছু কাজ। ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করেন তিনি। ছবিতে নায়ক হিসেবে পেয়েছেন সেই সময়ের হার্টথ্রুব রিয়াজকে। প্রথম ছবি দিয়েই বাজিমাত করেছিলেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ ছবির জন্য পূর্ণিমা শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।
ব্যক্তিজীবনে ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল কন্যাসন্তান জন্ম দেন এ অভিনেত্রী। মেয়ের নাম রেখেছেন তিনি আরশিয়া উমাইজা। স্বামী-সংসার নিয়ে বেশ কেটে যাচ্ছে পূর্ণিমার দিন।
বর্তমানে সিনেমায় খুব একটা নিয়মিত নন। সর্বশেষ তাঁর হাতে ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ নামে দুটি সিনেমা রয়েছে। যেগুলো পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে খুব সক্রিয় পূর্ণিমা। প্রায় প্রতিদিনই ছবি দেন, যা তাঁর ভক্তদের আন্দোলিত করে।