এ বছর অক্ষয়ের আয় ৪০০ কোটি টাকা
করোনা মহামারিতে বিনোদন অঙ্গনের অবস্থা খুব একটা ভালো না হলেও তাতে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের আয়ে তেমন প্রভাব পড়েনি। এ বছর অক্ষয়ের আয় ৪০০ কোটি টাকার বেশি।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, অক্ষয় কুমার একমাত্র ভারতীয় অভিনেতা, যিনি মার্কিন সাময়িকী ফোর্বসের ১০০ সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত তারকার তালিকায় রয়েছেন। প্রতি বছর ফোর্বস ‘১০০ হাইয়েস্ট-পেইড এন্টারটেইনার্স’-এর তালিকা প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর মহামারি বিনোদন অঙ্গনকে অনেকখানি স্তব্ধ করে দিলেও অক্ষয় কুমারের ভালো সময় কেটেছে। ফোর্বসের তালিকায় ৫২ নম্বরে থাকা অক্ষয় কুমার একমাত্র ভারতীয় অভিনেতা, যিনি এই তালিকায় স্থান পেয়েছেন। ফোর্বস জানিয়েছে, এ বছর অক্ষয়ের আয় ৪৮.৫ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪০০ কোটি টাকার বেশি
ফোর্বস আরো জানিয়েছে, আসন্ন ‘বচ্চন পান্ডে’ ও ‘বেল বটম’-এর মতো সিনেমায় অক্ষয় কুমার ১৩ মিলিয়ন মার্কিন ডলারের মতো নিয়েছেন।
অক্ষয় কুমার এখন ‘পৃথ্বীরাজ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এরই মধ্যে তিনি ‘বেল বটম’ সিনেমার শুট শেষ করেছেন। হাতে আছে ‘অতরঙ্গি রে’, ‘সূর্যবংশী’, ‘রাম সেতু’, ‘রক্ষা বন্ধন’সহ বেশ কিছু সিনেমা। অ্যামাজন প্রাইম ভিডিওর ‘দ্য এন্ড’ সিরিজেও দেখা যাবে এ তারকাকে।