ওয়েব সিরিজে মুখোমুখি শতাব্দী ওয়াদুদ ও তিশা
নির্মাতা সঞ্জয় সমদ্দার ভিন্নধর্মী গল্পের নাটক নির্মাণ করেন। গেল ঈদেও তাঁর নাটক ছিল আলোচনায়। এবার এ নির্মাতা প্রথমবার নির্মাণ করছেন ওয়েব সিরিজ।
‘শিকল’ শিরোনামের সাত পর্বের ওয়েব সিরিজটিতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শতাব্দী ওয়াদুদ ও তানজিন তিশা। এ ছাড়া আরো অভিনয় করছেন রাশেদ মামুন অপু ও তানভীর।
ওয়েব সিরিজ প্রসঙ্গে সঞ্জয় সমদ্দার এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল মঙ্গলবার থেকে আমরা উত্তরাতে শুটিং শুরু করেছি। আশা করছি আগামী ৭ তারিখের মধ্যে সিরিজটির শুটিং শেষ হবে। ওয়েব সিরিজের গল্পে এক সাধারণ নারীর লড়াইয়ের গল্প দেখানো হবে। একজন নারীর সফল হতে শুধু চেষ্টা লাগে নাকি ভাগ্যও থাকা লাগে, সে গল্প উঠে আসবে এ সিরিজে। গল্পে তানজিন তিশা অভিনয় করছেন নন্দিনী চরিত্রে।’
জানা গেছে, ওয়েব সিরিজটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার নিজেই। দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে খুব দ্রুতই মুক্তি পাবে ‘শিকল’।