কঠোর নিরাপত্তায় শুটিং করলেন সালমান-শাহরুখ
অবশেষে বলিউডের দুই খান একসাথে ‘টাইগার-৩’ সিনেমার শুটিং শুরু করলেন। সালমান খান অভিনীত এই সিনেমায় শাহরুখ খানকে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, শাহরুখ গত বুধবার, শুটিংয়ের জন্য সালমানের সাথে ‘টাইগার-৩’-র সেটে যোগ দিয়েছেন।
জানা গিয়েছে, ‘টাইগার-৩’ সিনেমার নির্মাতারা সেটে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছেন। প্রায় সাত দিন ধরে চলবে এই শুটিং। যার বাজেট কয়েক কোটি টাকা। সূত্র মতে, এই দুই অভিনেতা এক সাথে এই প্রথমবারের মত এতো বড় বাজেটের অ্যাকশন সিকোয়েন্স করতে চলেছেন। যদিও এর আগে তাদেরকে ভিন্ন ধরণের চরিত্রে একসাথে অভিনয় করতে দেখা দিয়েছে। প্রযোজক আদিত্য চোপড়া এই সিকোয়েন্সটির জন্য তার সর্বাত্নক দিয়ে যাচ্ছেন। এই অ্যাকশন সিকোয়েন্সটির সেট তৈরি করতে প্রায় ৩৫ কোটি রূপি খরচ হয়েছে।
মনীশ শর্মা পরিচালিত, 'টাইগার-৩’ সিনেমায় সালমান এবং ক্যাটরিনা কাইফ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ভিলেনের চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। সিনেমাটি এই বছরের দীপাবলিতে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে 'টাইগার-৩’।
সূত্র- টাইমস অব ইন্ডিয়া