করোনা আতঙ্কে ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ ছবির শুটিং বন্ধ
‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ শিরোনামের চলচ্চিত্র পরিচালনা করছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। গত মাসের শেষ সপ্তাহে এফডিসিতে শুটিং শুরু করেন। টানা শুটিং করে ছবির কাজ শেষ করার কথা ছিল। তবে ছবির কাস্টিং ডিরেক্টর ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হলে গতকাল থেকে শুটিং বন্ধ করা হয়। করোনা আতঙ্কে ছবির শুটিং বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
আজ বুধবার দুপুরে এনটিভি অনলাইনকে সেলিম খান বলেন, ‘টানা শুটিং করে ছবিটির কাজ শেষ করার চিন্তা ছিল আমাদের। গতকাল আমাদের ছবির কাস্টিং ডিরেক্টর, নির্মাতা শামীম আহমেদ রনি ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হলে আমরা ছবিটির শুটিং বন্ধ করেছি। কারণ সবার মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্ক নিয়ে তো আর শুটিং হয় না।’
আজ নির্মাতা শামীম আহমেদ রনির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামীকাল পরীক্ষার ফল পাবেন।
স্টোরি স্পেলস প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’। সেলিম খানের মেয়ে পিংকি খান ছবিটি প্রযোজনা করছেন। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শান্ত খান ও দীঘি।
শামীম আহমেদ রনি পরিচালিত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র হচ্ছে ‘রানা পাগল : দ্য মেন্টাল’। এটি মুক্তি পায় ২০১৬ সালে। এ ছাড়া রনি পরিচালিত সিনেমাগুলোর অন্যতম ‘বসগিরি’, ‘ধ্যাততেরিকি’, ‘রংবাজ’ ও ‘শাহেনশাহ’।