করোনা : মিষ্টি, অনন্ত ও নিপুণের মানবিক উদ্যোগ
করোনাভাইরাসে নাকাল পুরো বিশ্ব। বিশ্বের অনেক তারকাই এ প্রাণঘাতী রোগ প্রতিরোধে নানা সাহায্য নিয়ে এগিয়ে আসছেন। বাংলাদেশের কয়েকজন তারকাও নিলেন মানবিক উদ্যোগ।
অসচ্ছল অভিনয়শিল্পীদের পাশে দাঁড়াবেন চিত্রনায়ক-ব্যবসায়ী অনন্ত জলিল। আগামী ২৬ মার্চ এফডিসিতে উপস্থিত থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, যেমন—চাল, ডাল, তেল, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করবেন।
অন্যদিকে, চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ২৬ মার্চ দুই হাজার মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করার পরিকল্পনা করেছেন। শাহবাগ ও এর আশপাশের এলাকায় এসব বিতরণ করা হবে বলে তিনি জানিয়েছেন।
রাজধানীর বনানীতে অবস্থিত চিত্রনায়িকা নিপুণ নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’-ও বন্ধ করেছেন গতকাল। প্রতিষ্ঠানটিতে ২৫ জন কর্মী কাজ করেন। করোনা পরিস্থিতির কারণে সব কর্মীকে অগ্রিম বেতন দিয়ে ছুটি দিয়েছেন তিনি।
এ বিষয়ে এনটিভি অনলাইনকে অনন্ত জলিল বলেন, ‘এফডিসিতে ২৬ মার্চ (বৃহস্পতিবার) আমরা অস্বচ্ছল শিল্পীদের মাঝে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করব। পরিচালক-প্রযোজক এবং শিল্পী সমিতি একই দিনে এফডিসিতে দুটি আলাদা আলাদা ভেন্যু থেকে এই কার্যক্রমের আয়োজন করছে। আমি দুটি অনুষ্ঠানে উপস্থিত থেকে বর্তমান এই করুণ পরিস্থিতিতে জরুরি সেবা দেওয়ার চেষ্টা করব।’
মিষ্টি জান্নাত বলেন, “দেশের এখন যে অবস্থা, তাতে আমাদের সবার উচিত মানুষের পাশে দাঁড়ানো। যে কারণে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান বিতরণ করার পরিকল্পনা করেছি। আগামী ২৬ মার্চ দুই হাজার মানুষকে এসব দেব। শাহবাগ ও এর আশপাশের এলাকায় এসব বিতরণ করব। আমাদের ফোরাম ‘বিয়িং হিউম্যান ডক্টরস গ্রুপ’-এ উদ্যোগ নিয়েছে। আমরা পর্যায়ক্রমে অন্যান্য জায়গাতেও মাস্ক, স্যানিটাইজার, সাবান বিতরণ করব। আমাদের সামর্থ্য কম, তাই এই ক্ষুদ্র আয়োজন। সমাজের যাঁরা বিত্তবান রয়েছেন, তাঁদের অনুরোধ করব—আপনারাও মানুষের পাশে দাঁড়ান।”
নিপুণ বলেন, ‘করোনার কারণে পৃথিবী থেমে আছে। বাংলাদেশেও এখন একই অবস্থা বিরাজ করছে। এই সময়টুকু ঘরের ভেতরে থাকা খুব জরুরি। তাই আমার স্পা সেন্টারটি বন্ধ ঘোষণা করেছি। পাশাপাশি কর্মীদের কিছু বেতনও দিয়েছি। এমনকি আশপাশে কিছু দরিদ্র মানুষকে সহযোগিতা করেছি। আপনারাও সচেতন হোন। ঘর থেকে বের হবেন না, প্লিজ।’