কোভিড-১৯ : ফ্রিল্যান্স ভিডিওগ্রাফারদের অর্থসাহায্য রোহিতের
করোনা মহামারির কারণে অনেকে কাজ হারিয়েছেন। বলিউডসহ বিভিন্ন অঙ্গনের তারকারা নিম্ন আয়ের শিল্পী ও কলাকুশলীদের সাহায্যে এগিয়ে এসেছেন। এবার ফ্রিল্যান্স ভিডিওগ্রাফারদের সহায়তায় এগিয়ে এলেন নির্মাতা রোহিত শেঠি।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাতা রোহিত শেঠি কোভিডে ক্ষতিগ্রস্ত মানুষকে আর্থিকভাবে সাহায্য করেছেন। এবার ফ্রিল্যান্স মিডিয়া ভিডিওগ্রাফারদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করেছেন তিনি। কোভিড পরিস্থিতিতে এ ভিডিওগ্রাফাররা কাজ হারিয়েছেন।
এর আগে রোহিত শেঠি রিয়েলিটি টিভি শো ‘খাতরোঁ কে খিলাড়ি’-তে কাজ করা কনিষ্ঠ শিল্পী, ব্যাকগ্রাউন্ড ড্যান্সার, স্টান্টম্যান, লাইটম্যানসহ অন্যদের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করেন।
রোহিত শেঠি এফডব্লিউআইসিই ও আলোকচিত্রীদেরও অর্থসাহায্য করেন। এ নির্মাতা এখন তাঁর ‘সূর্যবংশী’ ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। রোহিত অনুরাগীদের আশ্বস্ত করেছেন, এ ছবি সিনেমা হলে মুক্তি পাবে।