কোভিড-১৯ : মোদিকে প্রশংসায় ভাসালেন ওস্তাদ আমজাদ আলি খান
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যকর পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন সরোদ মায়েস্ত্রো ওস্তাদ আমজাদ আলি খান।
ওস্তাদ আমজাদ আলি খান বলেছেন, কোভিড-১৯ মহামারিতে লাখো মানুষের জীবন বাঁচাতে যে ভূমিকা রেখেছেন, তাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন।
ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লকডাউন ঘোষণার সিদ্ধান্ত প্রসঙ্গে ওস্তাদ আমজাদ আলি খান বলেন, ‘করোনাভাইরাস রোগে আক্রান্ত ও এর সঙ্গে যুদ্ধ করা অসংখ্য মানুষের প্রাণ বাঁচানোর জন্য আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাই মোদিজি স্মরণীয় হয়ে থাকবেন।’
ওস্তাদ আমজাদ আলি খান মনে করেন, কোভিড-১৯ মহামারি মানবজাতির ওপর বড় ধরনের আঘাত এবং পৃথিবীর ভবিষ্যৎ কী, তা কেউ বলতে পারবে না। ‘আমি কখনোই ভাবতে পারিনি, পৃথিবী একটি রোগে এভাবে ভুগবে,’ যোগ করেন খান।
“তরুণ বয়সে স্কুলে আমি সরোদে ‘উই শ্যাল ওভারকাম’ বাজাতাম। ধীরে ধীরে বুঝতে পারলাম, প্রত্যেক দেশেরই নিজ নিজ ভাষায় নিজস্ব পথদর্শন রয়েছে। আজও আমরা গাই ‘হাম হোঙ্গে কামিয়াব’। এইচএমভির কাছে আমি কৃতজ্ঞ, যেটা এখন সা রে গা মা নামে পরিচিত, সেটার ভিডিও রেকর্ড করেছিল আমাদের ঐতিহাসিক মিনারগুলোতে,” বলেন খান।
ওস্তাদ আমজাদ আলি খান আরো বলেন, ‘পৃথিবীতে যেসব মানুষ করোনায় আক্রান্ত ও এর বিরুদ্ধে যুদ্ধ করছেন, সেসব মানুষের জন্য আমাদের প্রার্থনা ও ভাবনা সব সময় থাকবে। খোদা হাফেজ। এর মানে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা সব সময় আপনাদের পাশে আছেন ও রক্ষা করছেন।’