গাঙ্গুবাই : দুই দিনে ২৩ কোটি আয়
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বলিউডের অন্যতম বহুল প্রতীক্ষিত পিরিয়ড-ড্রামা ‘গাঙ্গুবাই কঠিয়াবাড়ি’ অবশেষে মুক্তি পেয়েছে শুক্রবার। মুক্তির দিনে প্রত্যাশার চেয়েও বক্স অফিসে ভালো সংগ্রহ করেছে সিনেমাটি। আগের দিনের চেয়ে গতকাল শনিবার সংগ্রহ বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ।
বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, মুক্তির দ্বিতীয় দিনে আনুমানিক ‘গাঙ্গুবাই কঠিয়াবাড়ি’ ভারতের বক্স অফিসে সংগ্রহ করেছে ১৩ থেকে ১৩.৪০ কোটি রুপি। প্রথম দিন সংগ্রহ করেছিল ১০.৫০ কোটি রুপি। সেই হিসাবে দুই দিনে এ সিনেমার সংগ্রহ প্রায় ২৩.৫০ কোটি রুপি।
বক্স অফিস ইন্ডিয়াও প্রায় একই খবর দিয়েছে। তাঁদের হিসাবে দুই দিনে ২২.৫০ কোটি রুপির মতো সংগ্রহ করেছে সিনেমাটি। আজ রোববার। সাপ্তাহিক ছুটির দিনে সংগ্রহ আরও বাড়বে। তিন দিনে ৩৭ থেকে ৩৮ কোটি রুপি সংগ্রহ করতে পারে বলে পূর্বাভাস বক্স অফিস ইন্ডিয়ার।
বলিউডের চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটে জানিয়েছেন, মুক্তির দ্বিতীয় দিনে ‘গাঙ্গুবাই কঠিয়াবাড়ি’ ভালো সংগ্রহ করেছে, যদিও এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংখ্যা জানাননি। তবে বলেছেন, তিন দিনে ৪০ কোটির দিকে চোখ সিনেমাটির।
বলিউড হাঙ্গামা বলছে, এরই মধ্যে ‘গাঙ্গুবাই কঠিয়াবাড়ি’ স্যাটেলাইট ও ডিজিটাল স্বত্ব বেচে ১০০ কোটি রুপির বেশি সংগ্রহ করেছে। ব্রেক ইভেন্ট পয়েন্টে পৌঁছাতে সিনেমাটিকে সংগ্রহ করতে হবে ৬৫ কোটি রুপি। অর্থাৎ নেট ১০০ কোটি সংগ্রহ করলেই সিনেমাটি হিট বলে গণ্য হবে।
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন বলিউড ডিভা আলিয়া ভাট।