গার্লফ্রেন্ড-বউ নিয়ে ‘শান’ দেখার আহ্বান
বউ-গার্লফ্রেন্ড যাঁদের যা আছে, তাঁদের নিয়ে ‘শান’ সিনেমা দেখার আহ্বান জানিয়েছেন সিনেমাটির চিত্রনায়িকা পূজা চেরি।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পুলিশি অ্যাকশন থ্রিলার ‘শান’ মুক্তি পাচ্ছে আগামী ৭ জানুয়ারি। মুক্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হয়ে মজা করে দর্শককে এমন আহ্বান জানিয়েছেন পূজা চেরি।
পূজা চেরি বলেন, “যদি ‘শান’ নিয়ে বলি, এখন পর্যন্ত যত ছবি করেছি বা ভবিষ্যতে করব; এটুকু বলতে পারি, এটি আমার জীবনের বেস্ট ছবি হয়ে থাকবে। গত তিন বছর অনেক কথা শুনেছি যে ‘শান’ কবে আসবে, কবে আসবে? ৭ জানুয়ারি এটি মুক্তি পাচ্ছে...। আপনাদের বউ, গার্লফ্রেন্ড যাঁরা যা আছে তাঁদের নিয়ে ‘শান’ দেখতে আসুন... (হাসি) ফ্যামিলি নিয়ে আসুন। শো বাড়ুক।”
আয়োজনে আরও উপস্থিত ছিলেন সিনেমাটির নায়ক সিয়াম আহমেদ, অভিনেতা মিশা সওদাগর, নাদের চৌধুরী, নির্মাতা এ রাহিমসহ অনেকে।
মিশা সওদাগর সিনেমাটি প্রসঙ্গে জানিয়েছেন, “গত ১৫ বছরে এমন ছবি নেই, যেটা চলার কথা কিন্তু চলেনি। আপনারা একটি ছবিও দেখাতে পারবেন না যেখানে ভালো গল্প, ডিরেকশন আর অভিনয়ের সমন্বয় ছিল, কিন্তু চলেনি। ‘শান’ হচ্ছে সেই ছবি, যার ভেতর সবকিছু আছে। গত ১৫ বছরে এমন ছবি আসেনি।”
সিয়াম আহমেদ বলেছেন, ‘ছবিটি নিয়ে তিনটি বছর রাহিম যে পরিশ্রম করেছে, তার জন্য একটা হাততালি দরকার। অন্তত রাহিমের পরিশ্রমের জন্য হলেও আমি বলব, আপনারা চলচ্চিত্রটি দেখুন।’
সিয়াম-পূজা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, চম্পা, অরুণা বিশ্বাস, সৈয়দ হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।
একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে ছবিটির কাহিনি সাজিয়েছেন আজাদ খান। সিনেমাটির ক্রিয়েটিভ প্রধানও তিনি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।