গায়ক নোবেলকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন স্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/10/06/nobel_cover_ntv_0.jpg)
স্ত্রীর সঙ্গে গায়ক মঈনুল আহসান নোবেল। ছবি : ফেসবুক থেকে
সমালোচিত তরুণ গায়ক মঈনুল আহসান নোবেলকে ডিভোর্স লেটার (তালাকের নোটিশ) পাঠিয়েছেন তাঁর স্ত্রী মেহরুবা সালসাবিল। গত ১১ সেপ্টেম্বর এই তালাকনামা নোবেলের ঠিকানায় পাঠানো হয়েছে।
আজ বুধবার দুপুরে এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করে মেহরুবা সালসাবিল অভিযোগ করেছেন, ‘নোবেল মানসিকভাবে চরম অসুস্থ, চরম মাদকাসক্ত, নারীনেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত; সব কিছুর প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাঁকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।’
অন্তর্জালেও মঈনুল আহসান নোবেল বিচ্ছেদের কথা জানিয়েছেন।
২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মঈনুল আহসান নোবেল।
ক্যারিয়ারের শুরু থেকে নিজের কোনও গান প্রকাশ হওয়ার আগে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকেন ২০১৯ সালে ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে আলোচনায় আসা নোবেল।