জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত রুনা

ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। নাটক ছাড়াও বেশ কয়েকটি ভিন্নধারার চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
গত ৭ নভেম্বর তথ্য মন্ত্রণালয় থেকে ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।
ঘোষণা অনুযায়ী, ২০১৭ সালের শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহিন বালুচর’ ছবিতে অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি। তাঁর সঙ্গে যৌথভাবে পুরস্কার পেলেন অভিনেত্রী রুনা খান; ‘হালদা’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেলেন তিনি।
চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদী ও এর দুই পাড়ের জেলেদের জীবন নিয়ে ‘হালদা’ চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে। তৌকির আহমেদ পরিচালিত এ ছবিতে রুনা খান ছাড়াও অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, দিলারা জামান প্রমুখ।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়া জানিয়ে আজ শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এনটিভি অনলাইনকে রুনা খান বলেন, “প্রথমবারের মতো এ পুরস্কার পাওয়ায় আমি খুবই আনন্দিত। এটা আমার জন্য বিশাল ব্যাপার। পরিচালক তৌকির আহমেদকে ধন্যবাদ জানাই। ‘হালদা’র পুরো টিমকেই ধন্যবাদ জানাই। জুরি বোর্ডের বিজ্ঞ সদস্যরা আমাকে নির্বাচিত করেছেন, এজন্য তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতা।”
‘গহিন বালুচর’ ছবির জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন সুবর্ণা মুস্তাফা। আর ‘হালদা’র জন্য রুনা খান। যুগ্মভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে। মজার ব্যাপার হলো, দুটো ছবিতেই অভিনয় করেছেন রুনা খান। সুবর্ণা মুস্তাফার সঙ্গে যৌথভাবে পাওয়ায় আরো উচ্ছ্বসিত রুনা। বলেন, ‘সেই ছোটবেলা থেকে আমি সুবর্ণা মুস্তাফার ভক্ত। তাঁর সঙ্গে যৌথভাবে এ পুরস্কার পাওয়ায় আমি অনেক বেশি আনন্দিত। এটা আমার অভিনয়ের স্বীকৃতি। রাষ্ট্রীয় সম্মান পেয়ে আমি উচ্ছ্বসিত।’
‘হালদা’র শুটিং-অভিজ্ঞতা ভাগাভাগি করে রুনা খান বলেন, ‘আমরা কাজ করেছি চট্টগ্রামে। জাহিদ ভাই, তিশা, দিলারা আন্টিসহ আমরা সবাই খুবই আনন্দের সঙ্গে শুটিং করেছি। যেহেতু ভাষা নিয়ে আমার একটু জড়তা ছিল, চট্টগ্রামের ভাষা; তাই প্রতিটি দৃশ্যের আগে অনেকবার রিহার্সেল করা হতো। আমি একটু নার্ভাস টাইপের মানুষ। প্রতিটি শট নেওয়ার আগে তৌকির ভাইকে খুব বিরক্ত করতাম। সহকর্মীরা আমাকে যথেষ্ট সাহায্য করেছে।’
‘হালদা’ ছবিতে একটি দৃশ্য ছিল। ওই দৃশ্যে রুনা খানকে জাহিদ হাসান চড় মারেন। সেই ঘটনা স্মরণ করে হেসে রুনা খান বলেন, ‘জাহিদ হাসান সত্যি সত্যি জোরে চড় মেরে দিয়েছিলেন। এত জোরে মারেন যে নাকফুল দ্বারা নাক কেটে যায়, রক্ত ঝরে।’ তিশাকেও চড় মারার দৃশ্য ছিল। আর সেটে এ অভিনেত্রী নাকি ভয়ে বলতেন, ‘জাহিদ ভাই, আমাকে জোরে চড় মাইরেন না!’
প্রথমবার চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় রুনা খান তাঁর ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, এর আগে ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতে জুরি বোর্ড গঠন করে সরকার। গঠিত বোর্ড সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো মূল্যায়ন করে পুরস্কারপ্রাপ্তদের নাম সুপারিশ করেছে। তারই ভিত্তিতে প্রদান করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।