জুরি বোর্ডে রিয়াজ বলে পুরস্কার পেয়েছেন সিয়াম, শীর্ষ নায়ক নন?
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার পর বেশ কিছু বিষয় নিয়ে সমালোচনা তৈরি হয়। সেই সমালোচনায় মাতেন প্রিয় তারকার ভক্তরা।
গেল ১৫ ফেব্রুয়ারি তথ্য মন্ত্রণালয় ২৭ বিভাগে ২০২০ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করে। এবার সমালোচনা হচ্ছে পুরস্কার পাওয়া গানগুলো নিয়ে। এর বাইরে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান পুরস্কার না পাওয়ায় সমালোচনায় মেতেছেন নেটিজেনদের একাংশ।
তবে এই সমলোচনাকে স্বাভাবিকভাবেই দেখাছেন ২০২০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের সদস্য চিত্রনায়ক রিয়াজ আহমেদ। এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপচারিতায় তিনি বলেছেন, ‘আসলে বরাবরই জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে সমালোচনা হয়, এটা নতুন কিছু নয়। এবার গান নিয়ে সমালোচনা হচ্ছে... জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যে জুরি বোর্ড গঠন করা হয়, ১৩ জন সদস্য থাকে। এই জুরি বোর্ড পুরস্কার দেওয়ার অধিকার রাখে না, জুরি বোর্ডের কাজ সুপারিশ করা।’
পুরস্কারের প্রক্রিয়া প্রসঙ্গে রিয়াজ জানিয়েছেন, ‘১৩ জন মিলে মার্কিং করা হয়, সেই মার্কিংয়ের ভিত্তিতে যার নম্বর বেশি হয়, তাঁর জন্য জুরি বোর্ড শুধু সুপারিশ করেত পারে। এটার পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় চাইলে রাখতে পারে, না চাইলে না-ও রাখতে পারে। কোনও কিছুর দায় জুরি বোর্ডের ওপর বর্তায় না।’
এ সময় রিয়াজ আহমেদের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, অন্তর্জালে শাকিব খানের ভক্তরা বলছেন, জুরি বোর্ডে রিয়াজ, তাই সিয়াম পুরস্কার পেয়েছেন, শীর্ষ নায়ক নয়।
ভক্তদের ওই মন্তব্যে রিয়াজের প্রতিক্রিয়া, ‘আমি জুরি বোর্ডে ছিলাম বলে সিয়াম আহমেদ পুরস্কার পেয়েছে, অন্য কোনও শীর্ষ নায়ক পুরস্কার পায়নি? আমি স্পষ্ট করে বলতে চাই, জুরি বোর্ড যে মার্কিং করে, সেটা কোনও শীর্ষ নায়ক দেখে মার্কিং করে না, অভিনয় দক্ষতা, পারফরম্যান্স আর সিনেমাটির সঙ্গে তাঁর একাত্মতা; এসব দেখে মার্কিং হয়...।’
২০২০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত করেছে ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’ সিনেমা। ১১টি বিভাগে পুরস্কার জিতেছে বাংলাদেশ সরকারের অনুদান পাওয়া সিনেমা ‘গোর’ । অন্যদিকে ‘বিশ্বসুন্দরী’ পেয়েছে আটটি পুরস্কার।