‘ডিনামাইট’ গানের কস্টিউম বিক্রি হলো এক কোটি ৩৬ লাখ টাকায়
কে-পপ ব্যান্ড বিটিএস যে গানই মুক্তি দেয় না কেন, তা সাফল্যের শিখরে ওঠে। তাঁদের রেকর্ড গড়া ‘ডিনামাইট’ গান বিশ্বজুড়ে ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছে। মনে আছে, এই গানে প্যাস্টেল রঙের পোশাক পরেছিলেন সাত তারকা? সেই পোশাক-পরিচ্ছদ রেকর্ডিং একাডেমির মিউজিকেয়ারস চ্যারিটি রিলিফের জন্য নিলামে উঠেছে আর বিক্রিও হয়েছে বেশ বড় অঙ্কে।
জুলিয়েন’স অকশনসের বরাতে ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের খবর, ওই কস্টিউমস বিক্রি হয়েছে এক লাখ ৬২ হাজার ৫০০ মার্কিন ডলারে, বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ এক কোটি ৩৬ লাখ টাকার বেশি। গ্র্যামি মনোনয়নপ্রাপ্ত ব্যান্ড বিটিএসের মেগা-হিট গান ‘ডিনামাইট’-এর মিউজিক ভিডিওতে দলটির সদস্যরা যে পোশাক-পরিচ্ছদ পরেছিলেন, তা বিক্রি হয়েছে ওই অর্থে। সংগীতশিল্পীদের সাহায্যার্থে ওই অর্থ ব্যয় করা হবে।
বিটিএসের অন্যতম সফল গান ‘ডিনামাইট’। ইউটিউবে প্রকাশের পর মাত্র ২৪ ঘণ্টায় ১০১.১ মিলিয়ন ভিউ হয় গানটি এবং গানটি প্রকাশের পর তাৎক্ষণিক দর্শক ছিল তিন মিলিয়নের বেশি।