ডিভোর্স দেওয়ায় শিহাব শাহীনকে মমর ধন্যবাদ
চার বছর পর বিয়ের খবর জানিয়েছিলেন অভিনেত্রী জাকিয়া বারী মম ও নির্মাতা শিহাব শাহীন। আর বিচ্ছেদের খবর জানিয়েছেন দুই বছর পর। আর এই সাবেক দম্পতি বিয়ের খবর প্রকাশ্যে জানানোর পর সংসার করেছেন মাত্র এক বছর।
দুজনের বিচ্ছেদের গুঞ্জল ছিল দীর্ঘদিনের, এবার সেই স্বীকার করেছেন দুজনে। গণমাধ্যমে মম জানিয়েছেন, শিহাব শাহীনের কাছ থেকে বিচ্ছেদের সিদ্ধান্ত আসে। বিচ্ছেদের এমন সিদ্ধান্ত আসার পর মম ধন্যবাদও জানিয়েছেন শিহাব শাহীনকে।
সেটা মমর ভাষ্যে এমন, ‘তিনি আমাকে ডিভোর্স দিয়েছেন, এ জন্য তাঁকে ধন্যবাদ। কারণ, তিনি আমাকে মুক্ত ও স্বাধীন করে দিয়েছেন। আমি তাঁর মঙ্গল কামনা করছি।’
২০১৫ সালে ২০ নভেম্বর বিয়ে করেছিলেন শিহাব শাহীন ও মম। এর আগে থেকেই তারা প্রেমের সম্পর্কে যুক্ত ছিলেন। যদিও সম্পর্ক বা বিয়ে কোনও কিছু নিয়েই প্রকাশ্যে কথা বলতেন না তারা। ২০১৯ সালে চতুর্থ বিবাহবার্ষিকীর ছবি পোস্ট করে বিয়ের গুঞ্জনে সিলমোহর দেন।