তাহসান ‘সিঙ্গেল’, শায়লা?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/08/05/tahsan.jpg)
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিচালক কাজল আরেফিন অমি নির্মাণ করেছেন নাটক ‘সিঙ্গেল’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী তাহসান রহমান খান ও শায়লা সাবি।
নাটকটি ইউটিউবে প্রকাশের একদিনে সাড়ে ছয় লাখের বেশি ভিউ হয়েছে। গতকাল ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়।
‘সিঙ্গেল’ নাটকটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাসুদ উল হাসান।
দেখুন নাটকটি :
জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান নিয়মিত নাটকে অভিনয় করেন। অভিনয়ে তাঁর অভিষেক ঘটে ২০০৪ সালে। আফসানা মিমি পরিচালিত ‘অফবিট’ ছিল তাঁর প্রথম নাটক। তার পর থেকে এখন পর্যন্ত বহু নাটকে অভিনয় করেছেন। এরই মধ্যে তিনি শতাধিক নাটকে অভিনয় করেছেন।
২০১২ সালে ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় আসেন শায়লা সাবি। সেখান থেকেই অভিনয়জীবন শুরু হয় তাঁর। টিভি নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করে চলেছেন এই মডেল-অভিনেত্রী। ২০১৪ সালে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘প্রিয়া তুমি সুখী হও’-এর মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান শায়লা। এরই ধারাবাহিকতায় তাঁর অভিনীত ‘ঘাসফুল’ ছবিটি মুক্তি পায়।