‘দূরে তবু কাছাকাছি’ শাওন-টয়া
গত ২৯ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাঁরা। ফাঁকে মিনি হানিমুনও সারেন। শুটিং করেছেন বেশ কিছু নাটকে জুটি বেঁধে। এরই মধ্যে করোনার প্রকোপ। বন্ধ আছে সব শুটিং। সবার মতোই গৃহে সময় কাটাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা টয়া।
সারা বছর লাইট-ক্যামেরার সঙ্গে জড়িয়ে থাকে তাঁদের জীবন। আর তাই বেশি দিন শুটিং ছাড়া থাকতে পারলেন না তাঁরা। কোয়ারেন্টিনে থেকে শুটিং করছেন তাঁরা। যেখানে স্বামী-স্ত্রী ফ্রেমবন্দি হয়েছেন একসঙ্গে। এই দুই তারকাকে নিয়ে ‘দূরে তবু কাছাকাছি’ নামের বিশেষ নাটক নির্মাণ করছেন নির্মাতা পুলক অনিল। নাটকটি নিবেদন করছে ক্লোজআপ ওয়ান।
নির্মাতা পুলক জানান, ‘আমরা যে যার ঘরে বসে আছি। আমি ঘরে বসে ফ্রেম ঠিক করে দিচ্ছি। বলে দিচ্ছি। আর অনস্ক্রিনের কেমিস্ট্রিটা ঠিক ঠিক তুলে আনছেন শাওন ও টয়া।’
ওদিকে শাওন-টয়া নিজেরাই লাইট-ক্যামেরা-সেটআপ নিয়ে কাজ করছেন। নির্মাতা সূত্রে জানা গেছে, ‘দূরে তবু কাছাকাছি’ নাটকটি ঈদ উৎসবে প্রচারের সম্ভাবনা রয়েছে দেশের ১২টি বেসরকারি টিভি চ্যানেলে। এটা বাংলাদেশের প্রথম কোয়ারেন্টিন টেলিভিশন ফিকশন।