দেড় বছর পর শুটিংয়ে ঈশিতা, সঙ্গী খায়রুল বাসার
নন্দিত ও জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা দীর্ঘ দেড় বছর পর শুটিংয়ে ফিরেছেন। জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পারিবারিক গল্পের ‘নট আউট’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ করেছেন তিনি। যেখানে ঈশিতার ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা খায়রুল বাসার। আর মায়ের চরিত্রে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি।
গেল বছরের জানুয়ারিতে সর্বশেষ ‘ইতি, মা’ ও ‘কেন’ শিরোনামের নাটকে দেখা গিয়েছিল রুমানা রশীদ ঈশিতাকে। এরপর দীর্ঘ বিরতি। এই প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘দেশের করোনা পরিস্থিতিতে কাজ করতে খুবই ভয় পাই আমি। তার পরও ভয়ে-ভয়ে কাজটা করেছি গল্পের জন্য।’
নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের বক্তব্য, ‘ঈশিতা আপুর সঙ্গে এবারই প্রথম কাজ হলো, উনার সঙ্গে কাজ করতে পেরে ভালো লেগেছে খুব। কাজটা নিয়ে যদি বলি, দর্শক পছন্দ করবেন।’
রুমানা রশীদ ঈশিতার সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত খায়রুল বাসার বলেন, ‘বলা চলে শৈশব কেটেছে উনাদের কাজ দেখে। মুগ্ধতা নিয়ে উনাদের পারফরম্যান্স দেখেছি। সিনিয়র আর্টিস্টদের সঙ্গে কাজ করা বেশ অভিজ্ঞতার এবং ভালো লাগার। ইচ্ছে তো ছিলই, তবে আমি কখনোই ভাবিনি ঈশিতা আপুর সঙ্গে কাজ করার সুযোগ হয়ে উঠবে। যখন শুনলাম এই গল্পে উনি আছেন, কেমন এক অদ্ভুত আবেগ কাজ করছিল।’
নির্মাতা সূত্রে জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও ইউটিউব চ্যানেলে ‘নট আউট’ প্রচার হবে।