নওয়াজের ‘নুরানি চেহারা’, নায়িকা নূপুর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/02/14/nupur_sanon.jpg)
বিশ্ব ভালোবাসা দিবসে বলিউডের তারকা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির ভক্তদের জন্য সুখবর। আজ এ বরেণ্য অভিনেতা শুরু করেছেন নতুন সিনেমার শুট।
সিনেমার নাম ‘নুরানি চেহারা’। আরও মজার খবর হচ্ছে, এ সিনেমায় নওয়াজউদ্দিন সিদ্দিকির নায়িকা হচ্ছেন নবাগত নূপুর শ্যানন। এর আগে অক্ষয় কুমারের সঙ্গে একটি মিউজিক ভিডিও করে সাড়া ফেলেছিলেন নায়িকা কৃতি শ্যাননের বোন নূপুর। এবার বড় পর্দায় অভিষেক হতে চলেছে।
বলিউডের চিত্রসমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে এ বার্তা দিয়েছেন। সঙ্গে যুক্ত করেছেন একটি টিজার পোস্টার। তিনি জানান, ‘নুরানি চেহারা’য় নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে অভিনয় করছেন নূপুর শ্যানন। ভালোবাসার গল্পে নির্মাণ হচ্ছে এ সিনেমা। আজ শুট শুরু করেছেন পরিচালক নবনিয়াত সিংহ।
সামাজিক পাতায় একই পোস্টার শেয়ার করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। সেখানে বলা হয়েছে, সিনেমায় নুর চরিত্রে অভিনয় করবেন নওয়াজ ও হিবা চরিত্রে অভিনয় করবেন নূপুর।
সিনেমাটি প্রযোজনা করছে প্যানোরমা স্টুডিয়োস, উইল্ড রিভার পিকচার্স ও পাল্প ফিকশন এন্টারটেইনমেন্ট।