নেহার গানে রুবিনার ম্যাজিক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/03/18/neha_kakkar.jpg)
মিউজিক ভিডিওর দৃশ্যে নেহা কক্কর এবং রুবিনা-অভিনব দম্পতি। ছবি : সংগৃহীত
নেহা কক্করের কণ্ঠের জাদু আর সুপারস্টার সালমান খান সঞ্চালিত বিগ বসের এবারের মৌসুমের বিজয়ী রুবিনা দিলেক ও তাঁর স্বামী অভিনব শুক্লার রসায়নে মুগ্ধ অন্তর্জাল। আজ বহুল প্রতীক্ষিত মিউজিক ভিডিও ‘মারজানিয়া’ ইউটিউবে মুক্তির পরেই হু হু করে বাড়ছে ভিউ।
ইন্ডিয়ার টিভির অনলাইন সংস্করণের খবর, পাঞ্জাবি গীতিকবিতা, দারুণ মিউজিক, বর্ণিল পোশাক আর রুবিনা-অভিনবের যুগল রসায়ন ঝড় তুলেছে নেটপাড়ায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মিউজিক ভিডিওটির ভিউ ৩৫ লাখ ছাড়িয়েছে।
দেখুন মিউজিক ভিডিও :
বাবুর কথা ও রজত নাগপালের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন বলিউডি গানের সুপারস্টার নেহা কক্কর। সংগীতায়োজন ও প্রযোজনা করেছেন রজত নাগপাল।