পরিচালককে ‘সরি’ বললেন নুসরাত ফারিয়া
মুক্তির বেশ আগে থেকেই নানা কারণে আলোচনায় চলে আসে ‘শাহেনশাহ’ ছবিটি। একাধিকবার ঘোষণার পর অবশেষে আগামীকাল (৬ মার্চ) মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘শাহেনশাহ’। এই ছবিতে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন নুসরাত ফারিয়া।
জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রযাত্রা শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর তাঁর অভিনীত বেশিরভাগ ছবিই জাজ মাল্টিমিডিয়ার হলেও কলকাতার ছবিতেও তিনি অভিনয় করেছেন।
বর্তমানে ‘অপারেশন সুন্দরবন’-এর শুটিং করছেন ফারিয়া। গত ৩ মার্চ (মঙ্গলবার) থেকে খুলনায় ‘অপারেশন সুন্দরবন’-এর শুটিং করছেন।
কিছু দিনের মধ্যে ভারতীয় ছবি ‘ভয়’-এর শুটিং করবেন ফারিয়া। ফলে ‘শাহেনশাহ’ ছবির প্রচারণায় সময় দিতে পারছেন না।
এ প্রসঙ্গে এনটিভি অনলাইনকে নুসরাত ফারিয়া বলেন, ‘আগে যতবারই মুক্তির তারিখ ঘোষণা দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান, ততবারই প্রচারণার জন্য কয়েক সপ্তাহ হাতে রেখেছিলাম। কিন্তু কোনো এক অজানা কারণে ছবিটি মুক্তি পায়নি। এখন হঠাৎ করে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক। আমারও শিডিউল দেওয়া অন্য ছবিতে।’
তবু ফারিয়া পরিচালককে ‘সরি’ বলেছেন। কারণ তিনি জানেন, ছবি মুক্তির সময় নায়ক-নায়িকারা প্রচারণায় হাজির হলে দর্শকও আগ্রহী হন।
পর্দার ‘শাহেনশাহ’ অর্থাৎ শাকিবের সঙ্গে প্রথমবার অভিনয়ের অভিজ্ঞতাও বললেন ফারিয়া, ‘মানুষ হিসেবে শাকিবের তুলনা নেই। তিনি যত বড় অভিনেতা, মানুষ হিসেবে ঠিক ততটাই বড় মনের। তাঁর কাছ থেকে অনেক কিছুই শিখেছি, সহশিল্পী হিসেবে শাকিবের তুলনা নেই।’
ছবি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ম্যানেজার বাদল। তিনি বলেন, ‘এরই মধ্যে আমরা ছবিটি মুক্তির সব কার্যক্রম সম্পূর্ণ করেছি। আগামীকাল শুক্রবার থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে।’
এর আগে বাদল বলেন, “শাকিব খানের ছবির প্রতি দর্শক ও সিনেমা হলের মালিকদের আগ্রহ রয়েছে। যে কারণে ছবিটি আমরা ঈদে মুক্তি দেওয়ার চিন্তা করেছিলাম। কিন্তু ঈদে মুক্তি দেওয়ার মতো আরেকটি ছবি আমাদের হাতে রয়েছে। তাই ‘শাহেনশাহ’ এখন মুক্তি দিচ্ছি।”
‘শাহেনশাহ’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। এ ছাড়া এ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে সাবেক সংবাদ পাঠিকা রোদেলা জান্নাতের। ছবির বিভিন্ন চরিত্রে আরো দেখা যাবে মিশা সওদাগর, উজ্জ্বল, আহমেদ শরিফ, অনুভব মাহবুব ও লিটন হাসমিকে।