পরিচালকরা আর না ডাকলে, কী করবেন মনিরা মিঠু?
হুমায়ূন আহমেদ পরিচালিত টেলিভিশন নাটক ‘অস্পতি বায়োস্কোপ’ দিয়ে অভিনয় জীবন শুরু করা মনিরা মিঠুর জন্মদিন আজ।
এই অভিনেত্রীর নিজের নামই পাল্টে গিয়েছিল এনটিভির ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর জন্য। হয়েছিলেন শেফালি খালা।
ভক্তদের এমন ভালোবাসা প্রসঙ্গে এই অভিনেত্রীর ভাষ্য, ‘ভক্ত হচ্ছে আশির্বাদ, ভক্তরা আমার কাছে দেবতা। ভক্তরা যতদিন চাইবে তত দিনই... আপনারা যতদিন চাইবেন... ততদিনই আমি স্ক্রিনে থাকব। ভক্তরা যেদিন থাকবে না, আমি আর কাজ করব না।’
২০২০ সালে এনটিভি অনলাইনকে মনিরা মিঠু বলেছিলেন, ‘যদি কোন দিন এমন হয় পরিচালকরা আর না ডাকছেন না; আমি বসে থাকব না, মুদি দোকানদার অথবা চা-পান-বিড়ির দোকানদার অথবা... আমি কখনো মঞ্চে কাজ করিনি, কিন্তু দেখেছি... মঞ্চের কাজ দেখে আমি খুঁত ধরতে পারি। তো আমার আত্নবিশ্বাস জন্মে গেছে যে, আমি অভিনয় শেখাতে পারব। আসলে খোদাতায়ালা জানেন, আমি খুব ভাগ্যে বিশ্বাসী। আল্লাহতায়ালা জানেন, আমি যদি অভিনেত্রী না হই, কোনটা করে আমার রুটি রুজি রেখেছেন।’
নিজের শেষ ইচ্ছা প্রসঙ্গে মনিরা মিঠুর ভাষ্য ছিল, ‘আমার দুই ছেলে, তাঁরা খুব লাক্সারিয়াসভাবে থাকবে। ওদের স্বপ্নটাই আমি দেখি আসলে। ওরা যেন খুব সুখী থাকে, ওদের যেন কোনো অভাব না থাকে। আর আমি যেন নীরবে সুস্থ অবস্থায় থেকে কাউকে জানান না দিয়ে চুপ করে বিদায় নিতে পারি।’