ভক্তরা যেদিন থাকবে না আমি আর কাজ করব না : মনিরা মিঠু
এনটিভির ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর জন্য নিজের নামই পাল্টে গিয়েছিল জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর। তাঁর প্রমাণও মিলেছে সম্প্রতি। ধারাবাহিকটির শেষ পর্বে তাঁর জনপ্রিয় চরিত্র শেফালি খালার ‘মৃত্যুতে’ দর্শকেরা কেঁদেছে। সেই গল্প নিজের ফেসবুকে জানিয়ে আবেগে ভেসেছেন মনিরা মিঠুও।
হুমায়ূন আহমেদ পরিচালিত টেলিভিশন নাটক ‘অস্পতি বায়োস্কোপ’ দিয়ে অভিনয় জীবন শুরু করা মনিরা মিঠুর জন্মদিন আজ। এই দিনে অন্তর্জালে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী।
গেল বছরের শুরুতে এনটিভি অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে মনিরা মিঠু ভক্তদের উদ্দেশে বলেছিলেন, ‘ভক্ত হচ্ছে আশির্বাদ, ভক্তরা আমার কাছে দেবতা। ভক্তরা যতদিন চাইবে তত দিনই... আপনারা যতদিন চাইবেন... ততদিনই আমি স্ক্রিনে থাকব। ভক্তরা যেদিন থাকবে না, আমি আর কাজ করব না।’
সেই সাক্ষাৎকারে এই অভিনেত্রীর কাছে প্রতিবেদক প্রশ্ন রেখেছিল, যদি দেখেন কোনো পরিচালক আর মনিরা মিঠুকে ডাকছেন না; তখন কী করবেন। সেই উত্তরে মনিরা মিঠু বলেছেন, ‘আমি বসে থাকব না, মুদি দোকানদার অথবা চা-পান-বিড়ির দোকানদার অথবা... আমি কখনো মঞ্চে কাজ করিনি, কিন্তু দেখেছি... মঞ্চের কাজ দেখে আমি খুঁত ধরতে পারি। তো আমার আত্নবিশ্বাস জন্মে গেছে যে, আমি অভিনয় শেখাতে পারব। আসলে খোদাতায়ালা জানেন, আমি খুব ভাগ্যে বিশ্বাসী। আল্লাহতায়ালা জানেন, আমি যদি অভিনেত্রী না হই, কোনটা করে আমার রুটি রুজি রেখেছেন।’
নিজের শেষ ইচ্ছার কথায় মনিরা মিঠু বলেছিলেন, ‘আমার দুই ছেলে, তাঁরা খুব লাক্সারিয়াসভাবে থাকবে। ওদের স্বপ্নটাই আমি দেখি আসলে। ওরা যেন খুব সুখী থাকে, ওদের যেন কোনো অভাব না থাকে। আর আমি যেন নীরবে সুস্থ অবস্থায় থেকে কাউকে জানান না দিয়ে চুপ করে বিদায় নিতে পারি।’
এনটিভিতে ‘হাউস নং ৯৬’ শিরোনামের নতুন ধারাবাহিক নাটকের সম্প্রচার শুরু হয়েছে বুধবার (৩ ফেব্রুয়ারি)। নাটকটি প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচারিত হচ্ছে। ইব্রাহিম চৌধুরী আকিবের চিত্রনাট্য রচনায় নাটকটির গল্পভাবনা ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। এই ধারাবাহিকটিতেও অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু।