পরী আটক, আটকে গেল কোটি টাকার প্রজেক্ট
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণিকে সুনির্দিষ্ট বেশ কিছু অভিযোগে তাঁর বনানীর বাসভবনে অভিযান চালিয়ে বিপুল মাদকসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁর বিরুদ্ধে একাধিক মামলার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
এমন পরিস্থিতিতে বেশ বিপাকে পড়েছেন তাঁকে নিয়ে কাজ করা একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান। সেই তালিকার প্রথমে আছে প্রযোজনা প্রতিষ্ঠান ইউফরসি। পরীকে নিয়ে প্রথম বারের মতো ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে ‘প্রীতিলতা’ সিনেমা নির্মাণ করছিলেন তাঁরা। যার শেষ লটের শুট শুরু হওয়ার কথা ছিল ১৭ আগস্ট থেকে চট্টগ্রামে।
পরী মণি আটকের পর সিনেমাটির বর্তমান অবস্থা প্রসঙ্গে তরুণ নির্মাতা রাশিদ পলাশ এনটিভি অনলাইনকে বলেন, ‘চট্টগ্রামে ২০ দিনের শুটের প্রস্তুতি নিচ্ছিলাম আমরা, যার বাজেট ছিল প্রায় ৪০ লাখ টাকার মতো। এমন পরিস্থিতিতে আমাদের শুট পেছানো ছাড়া অন্য কোনও উপায় নেই। এ পর্যন্ত আমরা প্রায় ৬০ লাখ টাকা খরচ করেছি। এখন পরীর জন্য অপেক্ষা ছাড়া আমাদের হাতে আর কিছু নেই। বলা যায়, আমার প্রযোজনা প্রতিষ্ঠান সাময়িক আর্থিক ক্ষতির মুখোমুখি হলো।’
এ ছাড়া পরী মণি চুক্তিবদ্ধ ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার ‘বায়োপিক’ শিরোনামের একটি সিনেমায়। চিত্রনায়ক সিয়াম আহমেদকে সঙ্গে নিয়ে সিনেমাটি পরিচালনার কথা ছিল সঞ্জয় সমাদ্দারের।
পরীর আটকের পর সিনেমাটির ভবিষ্যৎ প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের চলচ্চিত্র সমন্বয়ক সুজন আহমেদ বলেন, ‘সেপ্টেম্বর-অক্টোবরে আমরা সিনেমাটির শুটে যেতে যাচ্ছিলাম। এখনও আমরা সিদ্ধান্ত নিইনি পরীর জন্য অপেক্ষা করে কিংবা বিকল্প কাউকে নিয়ে কাজ শুরু করব কি না। আমাদের কর্তৃপক্ষ কিছুদিনের মধ্যে মিটিং করে সিদ্ধান্ত জানাবেন।’
‘অন্তরালে’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ ছিলেন পরী মণি। নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় যেটির শুট শুরু হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।
এমন পরিস্থিতিতে ওয়েব ফিল্মটির ভবিষ্যৎ প্রসঙ্গে নির্মাতা চয়নিকা চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের সম্মান আছে। ঘটনা মাত্র ঘটল, এখনও আমরা কোনও সিদ্ধান্ত নিইনি। তবে দ্রুত প্রযোজনা প্রতিষ্ঠান ও টিমের সঙ্গে বসে আমরা সিদ্ধান্ত নেব এ প্রসঙ্গে।’
ওয়েব সিরিজটি কত বাজেটের ছিল, সে প্রসঙ্গে নির্মাতা সুনির্দিষ্ট কোনও তথ্য দিতে না চাইলেও জানিয়েছেন ভালো বাজেটের ওয়েব সিরিজ ‘অন্তরালে’।
এ ছাড়া বিভিন্ন সময় পরী মণির একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর গণমাধ্যমে এসেছে। যদিও সেগুলোর সবশেষ আপডেট ওই চুক্তিবদ্ধ হওয়াতেই আটকে আছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকের মতে, পরীকাণ্ডে থমকে যেতে পারে কোটি টাকার ওপরে বেশ কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠানের প্রকল্প।