পাঁচটি নতুন সিনেমা বানাবেন করণ জোহর, সঙ্গী লাইকা
দীর্ঘদিন ধরে বলিউডের প্রযোজক-নির্মাতা করণ জোহরের ধর্ম প্রোডাকশনস সিনেমা প্রযোজনা করে আসছে। আর সেসবের বেশির ভাগই সুপারহিট হয়েছে। এবার খবর, লাইকা প্রোডাকশনসের সঙ্গে পাঁচটি বড় বাজেটের সিনেমার চুক্তি সেরেছেন করণ। দুই প্রযোজনা সংস্থা একসঙ্গে সিনেমা প্রযোজনা করবে।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, এর আগে প্রযোজনা সংস্থা ফক্সের সঙ্গে বেশ কয়েকটি সিনেমা যৌথ প্রযোজনা করেছিল করণের ধর্ম প্রোডাকশনস। মনে হচ্ছে, করণ জোহর এবার নতুন প্রযোজনা-সঙ্গী হিসেবে লাইকা প্রোডাকশনসকে পেয়েছেন, যারা ‘রোবট’ ও ‘২.০’ সিনেমার মতো বড় বাজেটের তামিল ছবি নির্মাণ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ফক্সকে অধিগ্রহণ করেছে ডিজনি আর বলিউডি সিনেমা প্রযোজনা করতে তেমন আগ্রহী নয় প্রতিষ্ঠানটি। সে কারণে করণ একটি শক্তিশালী পার্টনার খুঁজছিলেন আর লাইকার চেয়ে ভালো সংস্থা কে হতে পারে!
বিভিন্ন গণমাধ্যমের খবর, লাইকা প্রোডাকশনস বলিউডে পা রাখার জন্য চেষ্টা করছে এবং তারা এখন সঠিক সঙ্গী খুঁজে পেয়েছে। লাইকার প্রযোজক মহাবীর জৈন ও প্রধান নির্বাহী আশীষ সিংহ এরই মধ্যে বলিউডে কাজ করার জন্য সোচ্চার হয়েছেন।