পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন পালন
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের ৯১তম জন্মদিন আজ। রুপালি পর্দায় উত্তম-সুচিত্রা সেন জুটি আজও তুমুল দর্শকপ্রিয়। জন্মসূত্রে তিনি বাংলাদেশি।
১৯৩১ সালের ৬ এপ্রিল সুচিত্রা সেন পাবনা শহরের হেমসাগর লেনের বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর স্মৃতিবিজড়িত পাবনা শহরের হেমসাগর লেনের পৈত্রিক বাড়িতে স্মৃতি সংগ্রহশালা গড়ে না ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলার সংস্কৃতিকর্মীরা। রমজান মাসের কারণে স্বল্প আয়োজনে পাবনায় পালন করা হয়েছে মহানায়িকার জন্মদিন।
সুচিত্রা সেন দুই বাংলার মহানায়িকা। যাঁর অভিনয় আজও দাগ কাটে চলচ্চিত্রপ্রেমীদের মনে। নিজের রূপ আর অভিনয়দক্ষতা দিয়ে হয়ে উঠেছিলেন কিংবদন্তি। তাঁকে হারিয়ে বাংলা চলচ্চিত্রের যে শূন্যতা, তা কি পূরণ হবে কখনও?
পাবনা শহরের হেমসাগর লেনের এই বাড়িতে কেটেছে মহানায়িকার শৈশব-কৈশোর। বাড়িটির প্রতিটি কোনায় ছড়িয়ে আছে সুচিত্রা সেনের স্মৃতি। লেখাপড়া করেছেন শহরের দুটি স্কুলে। তাঁর মৃত্যুর তিন মাসের মাথায় বাড়িটি অবৈধ দখল থেকে উদ্ধার হলেও আজও সেখানে গড়ে ওঠেনি স্মৃতি সংগ্রহশালা। এ নিয়ে আক্ষেপের শেষ নেই জেলার সংস্কৃতিকর্মীদের মাঝে।
জন্মদিন উপলক্ষে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ স্বল্প পরিসরে স্মরণসভার আয়োজন করে। আজ সকাল ১১টায় পৈতৃক বাড়িতে সুচিত্রার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র মধুসহ অন্যরা।
সব জটিলতা কাটিয়ে পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের স্মৃতি সংগ্রহশালা গড়ে তোলা হলে তাঁর স্মৃতি ধরে রাখা সম্ভব বলে মনে করেন পাবনাবাসী।