পুত্রসন্তানের মা হয়েছেন প্রসূন আজাদ
মডেল ও অভিনেত্রী প্রসূন আজাদ এখন পুরোদস্তুর সংসারী মানুষ। শোবিজকে বিদায় জানিয়েছেন এক প্রকার। ব্যক্তিগত জীবনের এক সুখবর জানা গেল অভিনেত্রীর, মা হয়েছেন তিনি।
প্রসূনের ঘর আলো করে পৃথিবীতে এসেছে সন্তান। শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন প্রসূন।
এর আগে শুক্রবার রাতেই সন্তানের খবরটি প্রকাশ্যে এনেছেন প্রসূনের স্বামী ফারহান গাফফার। ফেসবুক পোস্টে তিনি বলেছেন, ‘আমরা পুত্রসন্তানের বাবা-মা হয়েছি। মা ও সন্তানের জন্য প্রার্থনা করবেন।’
গেল বছরের ৩০ জুলাই দীর্ঘদিনের বন্ধু ফারহান গাফফারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন প্রসূন। প্রসূন আজাদের বর ফারহান গাফফার পেশায় একজন ব্যবসায়ী এবং ফার্ম হাউসের মালিক।
২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে ক্যারিয়ার শুরু করেন প্রসূন। তবে, দীর্ঘদিন নানা জটিলতায় শোবিজে বেশ অনিয়মিত তিনি। তাঁর সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পদ্মপুরাণ’।