নেটিজেনকে ধুয়ে দিলেন প্রসূন আজাদ!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/11/07/image_1.jpg)
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী প্রসূন আজাদ। এই মাধ্যমে বিভিন্ন সময় তারকাদের বাজে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। সম্প্রতি প্রসূন আজাদকে তেমনই এক বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। এক নেটিজেন তাঁকে বাজে প্রস্তাব দিয়ে বসেন। আর এতেই ক্ষেপে যান প্রসূন আজাদ। নেটিজেনদের অনেকেই বলছে কঠিন শিক্ষা দিয়েছেন প্রসূন।
নিজের ফেসবুক পেজে দুটি স্ক্রিনশট প্রকাশ করেছেন এই অভিনেত্রী। সেখানে দেখা গেছে, একজন প্রসূনকে ব্রণের চিকিৎসার জন্য পরামর্শ দিচ্ছেন। কিন্তু প্রসূন জানান সেসব ব্রণ না। এরপরের আলাপন প্রকাশ করা হয়নি, নেটিজেনদের ধারণা বাজে কোনো প্রস্তাবনা ছিল। যেটা প্রসূন নিতে পারেনি। এরপরের উত্তরে কঠিনভাবে ওই ব্যক্তিকে জবাব দেন। লেখেন, কারো এমন ভক্ত হবেন না, যার শরীর দিয়ে অন্তরে স্থান নিতে হয়। এসব আবদার নিজের বৌকেও বলবেন না, সেখানেও...
প্রসূনের এই উত্তর থেকেই নেটিজেনরা ধারণা করছেন কোনো একটা বাজে প্রস্তাব পেয়েছেন ওই ব্যক্তির নিকট থেকে। আবার এ কারণে অদ্ভুত আচরণে বেশ বিরক্ত এই অভিনেত্রী।
প্রসূন আজাদ ‘সর্বনাশা ইয়াবা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। প্রসূন আজাদ অভিনীত আলোচিত নাটক হচ্ছে ‘শহরের নতুন বালিকা’, ‘একটি মৃত্যুর স্বপ্ন’ এবং ‘টকেটিভ’ ইত্যাদি।