মসজিদে বিয়ে সারলেন অভিনেত্রী প্রসূন আজাদ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/07/31/proshun_azad.jpg)
দীর্ঘদিনের বন্ধু ফারহান গাফফারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন মডেল ও অভিনেত্রী প্রসূন আজাদ। পরিবারের সদস্যদের উপস্থিতিতে গতকাল শুক্রবার দুপুরে একটি মসজিদে বিয়ে সম্পন্ন হয়েছে। অন্তর্জালে সে ছবি প্রকাশ করে এমন তথ্য জানিয়েছেন প্রসূন আজাদ।
গত ২৩ জুলাই বিয়ের কথা ছিল অভিনেত্রী প্রসূন আজাদের। কিন্তু, বিধিনিষেধের কারণে তা সম্ভব হয়নি। সে কারণে স্বল্প পরিসরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে মসজিদে বিয়ের পর্ব সারতে হয়েছে। পরে অনুষ্ঠান করা হবে।
প্রসূন আজাদের বর ফারহান গাফফার পেশায় একজন ব্যবসায়ী এবং ফার্ম হাউসের মালিক। চলতি বছরের জুনে আংটি বদল হয় তাঁদের।
এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়া প্রবাসী মুহাইমিন সানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রসূন। সে সংসার স্থায়ী ছিল দেড় বছর।
২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে ক্যারিয়ার শুরু করেন প্রসূন। তবে, দীর্ঘদিন নানা জটিলতায় শোবিজে বেশ অনিয়মিত তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ‘মানুষের বাগান’, ‘পদ্মপুরাণ’সহ বেশ কয়েকটি সিনেমা।