প্রভাসকে রাতবিরেতে কল করতে পারেন আনুশকা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/16/anushkaprabhash-pic.jpg)
ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার প্রভাসের সঙ্গে অভিনেত্রী আনুশকা শেঠির নাম জড়িয়েছে বেশ ভালোভাবেই। তাঁদের প্রেম, বিয়ে নিয়ে ভক্তদের জল্পনা-কল্পনার অন্ত নেই। তবে এসব গুঞ্জনকে বরাবরই উড়িয়ে দিয়েছেন দুজনেই। তাতে অবশ্য আলোচনা থেমে নেই।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখোমুখি হন দক্ষিণী অভিনেত্রী আনুশকা। সেখানে বিভিন্ন বিষয়ের সঙ্গে উঠে আসে প্রভাস প্রসঙ্গও। আর রাখঢাক না রেখে কথা বলতে অভ্যস্ত আনুশকা প্রভাসের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জানালেন নতুন কিছু তথ্য। আনুশকা বলেন, ‘প্রভাসের সঙ্গে আমার বন্ধুত্ব গত ১৫ বছরের। সে খুবই কাছের বন্ধু। এখন তাঁর সঙ্গে আমার বন্ধুত্বটা যে জায়গায়, তাতে আমি ওকে যেকোনো সময়, যখন তখন কল করতে পারি। এমনকি রাতবিরেতেও।’
আনুশকা আরো বলেন, ‘প্রভাসের সঙ্গে আমার নাম বারবার জড়ায় কারণ, আমি আর ও দুজনেই বিবাহিত নই। পর্দায় আমাদের জুটি দর্শক ভীষণ পছন্দ করেন। তবে আমাদের মধ্যেই সত্যিই বিশেষ কিছু থাকলে তা কি আর চাপা থাকত? আমি আর প্রভাস প্রায় একই প্রকৃতির মানুষ। আমরা দুজনেই কেউ আবেগ চেপে রাখি না, আর সম্পর্ক থাকলে সেটিও চেপে রাখতাম না।’
সাক্ষাৎকারে আনুশকা আরো বলেন, ‘যখন প্রভাসের শুটিং থাকে না, তখন তিনি তাঁর শখ নিয়েই ব্যস্ত থাকেন। যেগুলোর মধ্যে রয়েছে ফটোগ্রাফি ও বেড়াতে যাওয়া। আমার ছোটবেলার কিছু বন্ধু রয়েছেন, যাঁদের একটা কলেই কাছে পাওয়া যায়। সিনেমার দুনিয়াতেও এমন কিছু বন্ধু আছেন, যাঁরা আসলে পরিবারের মতো হয়ে গেছেন।’
এদিকে সম্প্রতি আনুশকার সঙ্গে ভারতের জাতীয় ক্রিকেট দলের এক ক্রিকেটারের বিয়ের গুঞ্জন ছড়ায়। এর প্রতিক্রিয়ায় ওই অভিনেত্রী স্পষ্ট জানান, পরিবারের পছন্দেই বিয়ে করতে চান তিনি।
আনুশকাকে সর্বশেষ ‘সায়ে রা নরসিমহা রেড্ডি’ ছবিতে অভিনয় করতে দেখা গেছে। ‘নিঃশব্দ’ নামে আরো একটি সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি।