ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি নিয়ে বহুদূরে যেতে চান মাহবুব
এ সময়ের আলোচিত তরুণ ফটোগ্রাফার মাহবুব হাসান। কাজ করেছেন ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’ ও ‘দারাজ প্রেজেন্টস ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকএন্ড ফল’সহ বেশ কিছু সাড়াজাগানো অনুষ্ঠানে। এ ছাড়া দক্ষতার প্রমাণ দিয়েছেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বেশ কিছু অনুষ্ঠানে।
খুলনায় বেড়ে ওঠা মাহবুব হাসান মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছেন খুলনার পিডব্লিউডি উচ্চ বিদ্যালয় থেকে। কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সম্পন্ন করা মাহবুব তথ্যপ্রযুক্তি বিষয়েও বেশ দক্ষ। শৈশব থেকেই প্রকৃতি ভালোবাসেন তিনি। আর সে ভালোবাসা থেকেই ঝুঁকে পড়েন ফটোগ্রাফিতে। এরপর খুলনার গণ্ডি পেরিয়ে হয়েছেন বিশ্বের সবচেয়ে বড় মার্কেটপ্লেস ‘আপওয়ার্ক ডট কম’-এর নিবন্ধিত ছবি প্রসেসিং বিশেষজ্ঞ। বিভাগীয় পর্যায়ের অসংখ্য অনুষ্ঠানে কাজ করে পেয়েছেন নানা স্বীকৃতিও। এক যুগের বেশি সময় ধরে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি নিয়ে কাজ করা মাহবুব স্বপ্ন দেখেন, নিজের দক্ষতার মাধ্যমে নয়নাভিরাম বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে। আগামীতে ‘ফেস অব খুলনা’ নামে একটি সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছেন তিনি। এতে খুলনার বিবাহিত ও অবিবাহিত পুরুষ ও নারীরা অংশ নিতে পারবেন।