ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক হলেন ওমর সানী
চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। সম্প্রতি এই সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অমিত হাসান। এ ছাড়া ওমর সানী, পপি, রত্নাসহ পূর্ণ প্যানেল নির্বাচিত হয়।
আজ মঙ্গলবার বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের কার্যনির্বাহী কমিটির সভায় জনপ্রিয় অভিনেতা ওমর সানীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কৃতজ্ঞতা প্রকাশ করে ওমর সানী বলেন, আমাকে মেম্বার ইনচার্জ অ্যাডমিনিস্ট্রেশন, মানে জেনারেল সেক্রেটারি করার জন্য আমার সভাপতি অমিত হাসান এবং ক্যাবিনেট তাঁদের কাছে আমি কৃতজ্ঞ, আর কৃতজ্ঞ ফিল্ম ক্লাবের মেম্বারদের কাছে, সবাই আমাকে সহযোগিতা করবেন।
চলচ্চিত্রের উন্নয়নে ফিল্ম ক্লাব ভূমিকা রাখবে জানিয়ে সানী বলেন, আমরা চলচ্চিত্রের বেশ কিছু সমস্যা নিয়ে এগিয়ে যাচ্ছি। সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেব। আমি বিশ্বাস করি, চলমান সমস্যাগুলো সমাধান হলে আমাদের চলচ্চিত্রে আবারও সোনালি দিন ফিরে আসবে।
নির্বাচনে অভিনেতা অমিত হাসানের বিপরীতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আতিকুর রহমান লিটন।
কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন—ওমর সানী, পপি, রত্না ছাড়াও নির্বাচিত হয়েছেন মাহমুদুল হক পলাশ, জাহিদ হোসেন, সাফি উদ্দিন সাফি, রাফিউদ্দিন সেলিম, রবিন খান, রশিদুল আমিন হলি, আব্দুল্লাহ জেয়াদ। ফিল্ম ক্লাবে এর আগে পাঁচবার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন অমিত হাসান। এবারই প্রথম সভাপতি পদে ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হলেন এ চিত্রনায়ক।
বিএফডিসিতে ফিল্ম ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয় ৩০ ডিসেম্বর সোমবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সভাপতি ও ১০টি সদস্য পদের জন্য ১৯ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫১১ জন। এর মধ্যে ভোট পড়ে ৩৯৪টি, বাতিল হয় ১৬টি ভোট।
দুপুর থেকে শুরু হওয়া এই নির্বাচনে ভোট দিতে যান সোহেল রানা, ডিপজল, মৌসুমী, শাবনূর, ডি এ তায়েব, পলি, সাইমন, গাঙ্গুয়াসহ অনেক শিল্পী। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন চলচ্চিত্র প্রযোজক মেহেদী হাসান সিদ্দিকী মনির।