ফের বলিউডে মাদককাণ্ড, এবার আটক শ্রদ্ধা কাপুরের ভাই
শাহরুখপুত্র আরিয়ানের রেশ না কাটতেই ফের বলিউডে মাদকযোগ পেল বেঙ্গালুরু পুলিশ। মাদকসেবনের অভিযোগে তাদের হাতে এবার ধৃত চিত্রনায়িকা শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুর।
ইন্ডিয়া টুডের বরাতে বলিউড হাঙ্গামার খবর, রোববার রাতে এক পার্টি থেকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়েছে বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্তকে।
খবরে প্রকাশ, ওই মাদক-পার্টির খবর আগেই পৌঁছেছিল পুলিশের কানে। এমজি রোডের যে বিলাসবহুল হোটেলে আসর বসেছিল, সেখানে হানা দেয় বেঙ্গালুরু পুলিশ। সন্দেহভাজন কয়েক জনের নমুনা পরীক্ষা করলে সিদ্ধান্ত কাপুরের ফল পজিটিভ আসে।
হিন্দুস্তান টাইমসের খবর, সন্দেহভাজন ৩৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠায় বেঙ্গালুরু পুলিশ। দেখা যায়, সিদ্ধান্ত কাপুরসহ সেখানে উপস্থিত আরও ছয় ব্যক্তি মাদক সেবন করেছিলেন।
২০২০ সালে মাদক-বিতর্কে নাম জড়িয়েছিল শ্রদ্ধা কাপুরের। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী।