৪ কোটি টাকার ল্যাম্বরগিনি কিনলেন শ্রদ্ধা
বলিউডঅভিনেত্রী শ্রদ্ধা কাপুর ল্যাম্বরগিনি গাড়ি কিনেছেন। লাল রঙের ল্যাম্বরগিনি হুরাকান টেকনিকাটির মূল্য প্রায় চার কোটি আশি লক্ষ রুপি।
হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, ল্যাম্বরগিনি মুম্বাইয়ের কর্মকর্তা পূজা চৌধুরি একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজকের দিনটি আমার জন্য স্পেশাল। হুরাকান টেকনিকাটি মেধাবী অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের কাছে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে।’
তিনি আরও লিখেছেন, ‘একটি সুপারকার শুধু গাড়ি নয়, এটি বাধা অতিক্রমের প্রতীক। নিজের স্বপ্নের পেছনে ছোটার প্রতীক। এরকম একজন হাই-অ্যাচিভিং নারীর হাতে চাবি তুলে দিতে পেরে গর্বিত। প্রত্যেক নারীর জন্য শ্রদ্ধার এই যাত্রা অনুপ্রেরণাদায়ক।’
শ্রদ্ধাকে সর্বশেষ দেখা গেছে ‘তু ঝুটি ম্যায় মক্কর’ সিনেমাতে। এই ছবিতে তার বিপরীতে ছিলেন রণবীর কাপুর। বর্তমানে তিনি ‘স্ট্রি টু’ এর শুটিং করছেন। এতে অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে রাজকুমার রাওকে।