বাবা হারালেন গায়িকা ঐশী
তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশীর বাবা মোহাম্মদ আব্দুল মান্নান মিলন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার দিবাগত (২০ মার্চ) রাত ১২টা ০৩ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। চিকিৎসকের বরাতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী সাব্বির জামান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ-সংক্রান্ত একটি পোস্ট দিয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন তিনি।
বিভিন্ন খবরে প্রকাশ, আব্দুল মান্নান মিলন নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন। দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কর্তব্যরত চিকৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গত দেড় মাসে দুবার হার্ট অ্যাটাক করেন তিনি।
ফাতিমা তুয যাহরা ঐশী এনটিভির ‘শাপলা কুড়ি’ অনুষ্ঠানে ২০০২ সালে সালে দ্বিতীয় রানার আপ হয়েছিলেন। পরবর্তীতে ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবাম দিয়ে খ্যাতি পেয়েছেন সংগীতাঙ্গনে। সেরা গায়িকা হিসেবে ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। হালে তাঁর ‘দুষ্টু পোলাপাইন’ গান বেশ জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি ঐশী এমবিবিএস পাস করে ডাক্তার হয়েছেন।