ঈদের পর ঐশীর বিয়ে, পাত্র কে?
‘দুষ্টু পোলাপাইন’খ্যাত গায়িকা ফাতিমা তুয যাহরা ঐশী বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। রোববার রাতে পাত্র আরেফিন জিলানীর সঙ্গে আংটি বদলও করে ফেলেছেন তিনি।
পাত্র নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে চাকরি করছেন একটি ঔষধ কোম্পানিতে। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন।
ঐশীর মা নাসিমা মান্নান জানিয়েছেন, ‘দু’জনার মধ্যকার পরিচয় প্রায় আড়াই বছরের। অবশেষে দুই পরিবারের সম্মতিতে রবিবার রাতে হয়েছে আংটিবদলের আনুষ্ঠানিকতা। ঈদের পরে বিয়ের দিন-তারিখ চূড়ান্ত হবে।’
আংটি বদলের ছবি ফেসবুকে ঐশী শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘বারাকাল্লাহু ফিকুম’। একই ছবি পাত্র আরেফিনও শেয়ার করে একই ক্যাপশন লিখেছেন।