বিয়ে করলেন সংগীতশিল্পী ঐশী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/06/03/oysheejpg-wed-20230603125243.jpg)
বিয়ের আসরে স্বামী সঙ্গে ঐশী। ছবি : ফেসবুক থেকে নেওয়া
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী বিয়ে করেছেন। পাত্রের নাম আরেফিন জিলানী সাকিব।
শুক্রবার রাতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ছাড়াও শোবিজের অনেকেই উপস্থিত ছিলেন।
আগের দিন ঐশীর হলুদ সন্ধ্যা ছিল। দুজনার পরিচয় আড়াই বছর আগেম,২ এপ্রিল আংটি বদল হয়েছিল। ঐশীর বর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে চাকরি করছেন একটি ঔষধ কোম্পানিতে। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন।