‘বাবু খাইছো’র পর আসছে মীর ব্রাদার্সের ‘নাগিন’
চলতি বছরের অন্যতম আলোচিত গান ‘বাবু খাইছো’। আলোচনার মাত্রা শুধু অন্তর্জালে সীমাবদ্ধ ছিল না, মীর ব্রাদার্সের এই গানের নামে তৈরি হয়েছে খাবারের দোকান থেকে শুরু করে জুতার নামও। বছর শেষ হওয়ার আগে আরো এক চমক নিয়ে হাজির হচ্ছে তারা।
মঙ্গলবার এনটিভি অনলাইনকে মীর ব্রাদার্সের মীর মারুফ জানালেন, তাঁদের নতুন গানের নাম ‘নাগিন’। নগদ নিবেদিত এ গানটি ৩১ ডিসেম্বর মুক্তি পাবে ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে। ‘বাবু খাইছো’র মতো নতুন এই গানের কথা লিখেছেন ও কণ্ঠ দিয়েছেন মীর মারুফ (ডিজে মারুফ)। সংগীত আয়োজন করেছে মীর ব্রাদার্স।
‘নাগিন’ প্রসঙ্গে মীর মারুফের বক্তব্য, ‘থার্টি ফার্স্টের জন্য বাংলা গানের কথা মাথায় রেখে গানটি করা হয়েছে। এই গানের মাধ্যমে মডেল নিরা গায়ক হিসেবে আত্মপ্রকাশ করবেন। আশা করি, আগের মতো প্রচুর সাড়া পাব এই গানে।’
ঢাকায় জন্ম নেওয়া মীর মারুফ ছোটবেলা থেকে গানের সঙ্গে যুক্ত আছেন। গেল ১২ বছর কাজ করছেন ডিজে মিউজিক নিয়ে। এর আগে ‘দ্য কোয়ারেন্টিন সং’ ও ‘সাকরাইন সং’ শিরোনামে দুটি গানে কণ্ঠ দিয়েছেন।