বাসায় ফিরেই বিব্রত মিতু
টাইফয়েড ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন চিত্রনায়িকা জাহারা মিতু। সপ্তাহখানেক অনেকটা অচেতন অবস্থায় কেটেছে। কিছুটা সুস্থ হয়ে ফিরেছেন বাসায়। এখন শারীরিক অবস্থা মোটামুটি।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এনটিভি অনলাইনকে জাহারা মিতু বলেন, ‘আমি টাইফয়েড জ্বর ও ডেঙ্গুতে আক্রান্ত ছিলাম। গত ২১ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলাম। এই সময়ে অনেকটাই অচেতনের মতো কেটেছে। খুব বাজে একটা সময় কেটেছে। কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরে মোবাইলটা হাতে নিলাম। এর মধ্যে আমাদের গণমাধ্যমের ভাই-বন্ধুদের অনেকেই ফোন দিয়েছেন। একে একে সবাইকে ফোন ব্যাক করা শুরু করলাম। তাঁদের কাছে জানতে পারলাম, আমি নাকি দেবের সঙ্গে দুবাইয়ে শুটিং করছি। দেখেন তো, কী বিব্রতকর অবস্থা।’
এখন শারীরিক অবস্থা কেমন, এমন প্রশ্নে জাহারা মিতু বলেন, ‘বর্তমানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় বিশ্রাম নিচ্ছি। আগামী ১৫ নভেম্বর আবারও হাসপাতালে যাব কিছু পরীক্ষা করাতে। চেষ্টা করছি কলকাতায় গিয়ে ডাক্তার দেখাতে। ভিসার জন্য চেষ্টা করছি।’
‘কমান্ডো’ ছবির কী খবর? উত্তরে জাহারা মিতু বলেন, ‘করোনার কারণে অনেক দেশের ভিসাই বন্ধ রয়েছে। আমাদের এই সিনেমার শিল্পী ও কলাকুশলীরা বাংলাদেশ ও ভারতের। যে কারণে দুই দেশের এতগুলো মানুষের ভিসা করানোটা বর্তমানে কষ্টকর। সেক্ষেত্রে কলকাতার পরে বাংলাদেশে শুটিং হওয়ার একটি পরিকল্পনা ছিল। কবে কী হবে, এটি এখনই আমি বলতে পারছি না। আমার কাছে প্রযোজনা প্রতিষ্ঠান কোনো শিডিউল চায়নি।’
‘কমান্ডো’ সিনেমায় জাহারা মিতু জুঁটি বাঁধছেন ওপার বাংলার নন্দিত অভিনেতা দেবের সঙ্গে। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। ছবিটি নির্মাণ করছেন শামীম আহমেদ রনী।
গত বছরের ২৯ জুলাই ঢাকার একটি অভিজাত হোটেলে ‘কমান্ডো’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। যৌথ প্রযোজনা ও ঢাকার ছবিতে এর আগে কলকাতার অনেক শিল্পী অভিনয় করলেও দেব এখনো কোনো ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করেননি। এবারই প্রথম কোনো ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন দেব।
সিনেমার গল্পে দেখা যাবে, সন্ত্রাসবাদ ও জঙ্গি দমনে সরকারি একটি ফোর্স মিশনে নামে। সেখানে বিদেশে বসে নির্দেশনা দেওয়া প্রতিপক্ষের পাল্টা হামলায় বাংলাদেশজুড়ে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। ‘কমান্ডো’ চলচ্চিত্রের গল্প লিখেছেন পরিচালক। সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। সিনেমার অন্য শিল্পীরা হলেন বাংলাদেশের ডন, সিবা শানু এবং কলকাতার রজতাভ দত্ত রনি, বিশ্বনাথ, সুপ্রিয় দত্ত প্রমুখ।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন জাহারা মিতু। চলচ্চিত্রে কাজ করছেন শাকিব খানের সঙ্গে জুটি হয়ে। ‘আগুন’ শিরোনামে এই ছবির শুটিং প্রায় শেষ পর্যায়ে।