ব্রেকআপ হয়েছে কিয়ারা আদভানির?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/04/23/kiara_advani_cov.jpg)
অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবি : সংগৃহীত
বলিউডের আবেদনময় অভিনেত্রী কিয়ারা আদভানির প্রেমের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন অভিনেত্রী।
দুজনের ঘনিষ্ঠসূত্রে এমন দাবি করেছে বলিউডভিত্তিক পোর্টাল বলিউড লাইভ।
সূত্রটি গণমাধ্যমটির কাছে দাবি করেছে, ‘সিদ্ধার্থ-কিয়ারা বিচ্ছেদ হয়ে গেছে। এ প্রেমিক-প্রেমিকার দেখা-সাক্ষাৎও বন্ধ হয়ে গেছে। বিচ্ছেদের কারণটি তাঁরাই ভালো জানেন। তবে, তাঁদের বিচ্ছেদের ঘটনাটি সত্যিই হতাশাজনক।’
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/04/23/232933506_985184302315604_4339517747183827018_n_611b9eb426fa5.jpg 687w)
কিয়ারা আদভানির সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রা। ছবি : সংগৃহীত
যদিও এ গুঞ্জন প্রসঙ্গে এখনও কোনো প্রতিক্রিয়া দেখাননি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা।
সিদ্ধার্থ বর্তমানে রোহিত শেঠির কপ ওয়েব সিরিজে কাজ করেছেন। আর, কিয়ারাকে দেখা যাবে কার্তিক আরিয়ানের বিপরীতে ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমায়।