মডেলিং দুনিয়ায় পা রাখলেন শচীনকন্যা সারা
বাবা কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ভারতীয় এ তারকার আদুরে কন্যা সারা টেন্ডুলকার। তারকার সন্তানেরা সাধারণত অন্তর্জাল শাসন করেন। সারাও ব্যতিক্রম নন। লন্ডন কলেজ থেকে ওষুধশাস্ত্রে স্নাতক সম্পন্ন করেছেন।
টাইমস অব ইন্ডিয়ার খবর, এবার মডেলিং দুনিয়ায় পা রাখলেন সারা টেন্ডুলকার। সম্প্রতি এক পোশাকের ব্র্যান্ডের হাত ধরে গ্ল্যামার জগতে পা রাখেন এ স্টার কিড।
এরই মধ্যে ইনস্টাগ্রামে সারার অনুসরণকারীর সংখ্যা ১৬ লাখের বেশি। প্রচারের আলোয় থাকা সারা বারবার নজর কাড়েন তাঁর স্টাইল ও ফ্যাশন-সেন্সের কারণে।
সারা যখন মুম্বাইয়ের ধীরুবাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়তেন, তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন তরঙ্গ তোলেন। সারল্য ও আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে সারা জয় করেছেন অসংখ্য অনুরাগীর মন। মাঝে গুঞ্জন উঠেছিল, বলিউডে পা রাখছেন। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন বাবা শচীন।
সারার সঙ্গে ভিডিওতে রয়েছেন আরও দুই মডেল বনিতা সাঁধু ও তানিয়া শ্রফ। সারা ভিডিও শেয়ার করতেই নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
বর্তমানে মুম্বাইয়ে পরিবারের সঙ্গে থাকেন সারা। প্রায়ই গুঞ্জন শোনা যায়, তিনি ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে প্রেম করছেন।
১৯৯৫ সালের ২৪ মে অঞ্জলি মেহতাকে বিয়ে করেছিলেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তাঁদের দুই ছেলেমেয়ে—সারা ও অর্জুন।