মা হলেন সেই কল্কি, বিয়েতে আগ্রহ নেই
বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়া বলিউড অভিনেত্রী কল্কি কোয়েচলিন সন্তানের জন্ম দিয়েছেন। ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ খ্যাত এই অভিনেত্রী ইসরাইলের ক্ল্যাসিক্যাল পিয়ানিস্ট গাই হার্সবার্গের সঙ্গে দীর্ঘদিন প্রেম করছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কল্কি। গত শুক্রবার ৭ ফেব্রুয়ারি ওয়াটার বার্থিং পদ্ধতিতে সন্তান জন্ম দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের বদৌলতে সেই খবর জেনেছেন নেটিজেনরা।
সম্প্রতি বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের উপস্থাপনায় রেডিও অনুষ্ঠানে কল্কি জানান, তাঁর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়টি একেবারেই অপরিকল্পিত। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছিলাম না। তাই ছুটে গিয়ে আবারও পরীক্ষা করি। আমার সঙ্গী গাইকে জানালে তিনি রোমাঞ্চিত হয়ে পড়েন। আমার মনে হয়, আমি বিলম্ব করে ফেলেছি। মনে হচ্ছে আমার দুই-তিন দিন দেরি হয়েছে।’
পাশাপাশি কল্কি জানিয়েছিলেন, এখনই বিয়ের কথা ভাবছেন না তিনি। এমন সিদ্ধান্তে পরিবারের সমর্থনও পাচ্ছেন তিনি। ‘আমাদের উভয়ের পরিবার একদমই আলাদা। মায়ের মতে, সামনে যখনই বিয়ে করি, আমি যেন মাথায় রাখি যে এটি আমার জীবন। যেহেতু এর আগে আমার একবার বিচ্ছেদ হয়েছে, তাই বিয়ে নিয়ে যেন তাড়াহুড়া না করি’ জানিয়েছিলেন কল্কি।
কল্কিকে বলিউডে সর্বশেষ ‘গাল্লি বয়’ ছবিতে অভিনয় করতে দেখা গেছে। জয়া আখতার পরিচালিত ওই ছবিতে আরো অভিনয় করেন রণবীর সিং, আলিয়া ভাট।