মা হারালেন মাধুরী দীক্ষিত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/03/12/madhuri_dixit.jpg)
মায়ের সঙ্গে মাধুরী দীক্ষিত। ছবি : টুইটার থেকে নেওয়া
বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত (৯১) মারা গেছেন। রোববার মুম্বাইয়ে নিজ বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।
এক যৌথ বিবৃতিতে মাধুরী ও তার স্বামী ড. শ্রীরাম নেনে খবরটি জানিয়েছেন। লিখেছেন, ‘আমাদের প্রিয় আই স্নেহলতা আর নেই। আজ সকালে প্রিয়জনদের সান্নিধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন স্নেহলতা দীক্ষিত। রবিবার বিকেল তিনটার দিকে তার শেষকৃত্য হবে বলে জানা গেছে।