মেয়র হতে চান অভিনেতা আহমেদ শরীফ
খল অভিনেতা হিসেবে শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। বর্তমানে তেমন কোনো চলচ্চিত্রে দেখা না গেলেও কিছু নাটকে কাজ করছেন। বলছি বর্ষীয়ান অভিনেতা আহমেদ শরীফের কথা। এবার তিনি মেয়র হতে চান।
কোনো সিনেমা বা নাটকের চরিত্রে নয়, বাস্তব জীবনেই নিজ শহর কুষ্টিয়ার পৌর মেয়র হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন আহমেদ শরীফ।
গতকাল সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এনটিভি অনলাইনের কাছে এমন ইচ্ছে প্রকাশ করেন আহমেদ শরীফ। তিনি বলেন, ‘গত চার-পাঁচ বছর ধরে আমি কুষ্টিয়ার উন্নয়নের পরিকল্পনা লিখে রেখেছি। কারণ আমার নিজ এলাকা কুষ্টিয়ার জন্য কিছু করার ইচ্ছে অনেক আগে থেকেই ছিল। সে অনুযায়ী খাতা-কলমে সব ছক করে রেখেছি। ভেবেছিলাম ৬৪টি জেলা অন্যরকমভাবে সাজানো হবে। কিন্তু হয়নি। মৃত্যুর আগে অন্তত এই শহরকে দেশের সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন শহর হিসেবে দেখতে চাই। এলাকার মানুষ চাইলে আমি কুষ্টিয়ার মেয়র হয়ে কাজগুলো করতে চাই। পরিকল্পনা অনুযায়ী সাজাতে চাই কুষ্টিয়া শহর।’
কেনই বা মেয়র হতে হবে আর ব্যক্তিগত উদ্যোগে কেন এসব কাজ করছেন না? এমন প্রশ্নের জবাবে আহমেদ শরীফ বলেন, ‘সারা জীবন অভিনয়কে ভালোবেসে কাজ করেছি। কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি। তবে টাকা কামাতে পারিনি, কামিয়েছি সম্মান। অনেকেই মনে করেন, আমার কোটি কোটি টাকা। কিন্তু না, আমার এত টাকা নেই। থাকলে আমি নিজেই আমার এলাকার জন্য কাজ করতাম। আর এ ধরনের কাজ করার জন্য টাকা প্রয়োজন। মেয়র না হলে আমি এসব কাজ করতে পারব না।’
চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ। চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে অভিনয় করে তিনি সুনাম কুড়িয়েছেন। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি আহমেদ শরীফ ছোটপর্দায় বেশ কিছু নাটক-টেলিফিল্ম নির্মাণ করেছেন। ২০০১ সালে প্রথম নির্মাণ করেন টেলিফিল্ম ‘ক্ষণিক বসন্ত’। ২০০৩ সালে বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করেন নাটক ‘ফুল ফোটে ফুল ঝরে’। দীর্ঘ আট বছর পর নির্মাণ করেন নাদের খানের প্রযোজনা ও রচনায় হাস্যরসাত্মক গল্পের নাটক ‘মাইরের ওপর ওষুধ নাই’।
রাজনৈতিক জীবনে আহমেদ শরীফ বিএনপিপন্থি। একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে নির্বাচন করার লক্ষ্যে তিনি তাঁর এলাকা কুষ্টিয়ায় গণসংযোগও করেন। কিন্তু দলের মনোনয়ন পাননি এ অভিনেতা।