মোহিতের যে ইচ্ছে অপূর্ণ রয়ে গেল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/05/24/enter.jpg)
বলিউড অভিনেতা মোহিত বাঘেল মারা যান গতকাল (শনিবার)। মাত্র ২৬ বছর বয়সে ক্যানসারের সঙ্গে লড়াই করে হার মানেন তিনি। মোহিতের মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর মেন্টর লেখক ও পরিচালক রাজ শানদিল্যা। কমেডি রিয়েলিটি শো ‘ছোটে মিয়া’-তে অংশ নিয়েছিলেন মোহিত। এ ছাড়া বলিউড সুপারস্টার সালমান খান ও আসিন অভিনীত ছবি ‘রেডি’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে জানা যায়, সালমানের উপস্থাপনায় তুমুল জনপ্রিয় রিয়েলিটি অনুষ্ঠান ‘বিগ বস’-এর ত্রয়োদশ আসরে অংশ নিতে চেয়েছিলেন মোহিত। তাঁর পারিবারিক বন্ধু সন্তোষ গুপ্ত বলেন, ‘তিনি বিগ বসের ত্রয়োদশ আসরে কাজ করতে চেয়েছিলেন ও আমি তাঁর নাম কালারসের কাস্টিং দলের কাছে দিয়েছিলাম, কিন্তু তাতে কাজ হয়নি। এমনকি মোহিত তাঁর ইচ্ছের কথা জানিয়ে সালমানকেও বার্তা দিয়েছিলেন।’ স্পটবয়ের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে।
অল্প বয়সে প্রতিভাবান অভিনেতা মোহিতের বিদায়ে সবাই স্তব্ধ। তাঁর কাছের বন্ধু সন্তোষ বেশ ভেঙে পড়েছেন মোহিতের চলে যাওয়ার খবর শুনে।
‘মোহিত আমার খুবই কাছের ছিল, কেননা আমি তাঁর প্রথম অনুষ্ঠান ছোটে মিয়ার জন্য তাঁকে মুম্বাইয়ে নিয়ে আসি। সেখানে মোহিত দ্বিতীয় স্থান অধিকার করে। তিনি একজন মেধাবী কৌতুক অভিনেতা ছিলেন এবং বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। দুর্ভাগ্যবশত তিনি ক্যানসারে ভুগছিলেন ও খুব দ্রুতই এই যুদ্ধে হার মানেন। মথুরাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন,’ বলেন সন্তোষ।
মোহিত ভারতের উত্তর প্রদেশের মথুরায় ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন। অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই তিনি মুম্বাইয়ে গিয়ে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেন। পরে কমেডি শো ‘ছোটে মিয়া’-তে অভিনয়ের মাধ্যমে তিনি শোবিজে ক্যারিয়ার শুরু করেন। বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও পরিণীতি চোপড়ার সঙ্গে ‘জাবারিয়া জোড়ি’-তেও কাজ করেন তিনি।