যাঁদের জন্য কেঁদেছিলেন রিয়াজ তাঁদের দিনে নিলেন শপথ
যে সদস্যদের ভোটাধিকার ফেরানোর ইস্যুতে নির্বাচনের মাঠে হাউমাউ করে কেঁদেছিলেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ; তাঁদের একাংশের সদস্যপদ ফিরে পাওয়ার দিনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নিয়েছেন তিনি।
বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্যদের মিটিং শেষে রিয়াজের শপথ ও ১০৩ সদস্যের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান সভাপতি ইলিয়াস কাঞ্চন।
কমিটির সদস্য পদ থেকে অভিনেত্রী রোজিনা স্বেচ্ছায় পদত্যাগ করায় রিয়াজকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে; শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন তাঁকে শপথ পাঠ করান। শপথ গ্রহণ শেষে ইলিয়াস কাঞ্চনের পা ছুঁয়ে সালাম করতে দেখা যায় রিয়াজকে। এসময় উপস্থিত ছিলেন নিপুণসহ শিল্পী সমিতির সাইমন সাদিক, অঞ্জনা, অমিত হাসান, জেসমিন, জাদু আজাদ প্রমুখ।
কমিটির সহসাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক জানিয়েছেন, ‘মিটিংয়ে সভাপতিসহ কমিটির ১২ জন উপস্থিত ছিলাম আমরা। সর্বসম্মতিক্রমে রোজিনা আপার পদত্যাগপত্রটি গৃহীত হয়। একই মিটিংয়ে গঠনতন্ত্র মোতাবেক সর্বসম্মতিক্রমে ওই পদে রিয়াজ ভাইকে নেওয়া হয়েছে।’
নির্বাচনে কাঞ্চন-নিপুণ পরিষদের হয়ে সহ-সভাপতি পদে নির্বাচন করে ফেল করেন রিয়াজ।
অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পূর্ণ সদস্য পদ হারানো ১৮৪ জনের মধ্যে ১০৩ জনের সদস্যপদ ফিরিয়ে দিলেন ইলিয়াস কাঞ্চন। এর ফলে ১০৩ জন সদস্য আবারও ভোটাধিকারসহ সমিতির অন্যান্য সুবিধা পাবেন।
কাঞ্চন জানান, ১৮৪ সদস্যের মধ্যে ২০ জন মারা গেছেন, বাকি ৬১ জনের খোঁজ খবর এখনও পাওয়া যায়নি।
১৮৪ সদস্যের পদ ফিরিয়ে দেওয়ার জন্য আদালতের আদেশ এসেছিল গত ফেব্রুয়ারি মাসেই। সেই আদেশের সূত্র ধরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয় শেষ বৈঠকে।