যে শর্তে আব্বার সঙ্গে অভিনয় করবেন সারা
বলিউড সুপারস্টার সাইফ আলি খানের কন্যা সারা আলি খান বলিউডের এই সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুতেই সাফল্যের দেখা পাওয়া সারা পরে কার সঙ্গে কাজ করছেন, তা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। অনেকেই চান, সারা তাঁরা বাবা সাইফের সঙ্গে ছবিতে অভিনয় করুন।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে জানা যায়, এক সাক্ষাৎকারে সাইফের সঙ্গে একই ছবিতে অভিনয়ের ব্যাপারে সারাকে প্রশ্ন করা হয়। উত্তরে সারা জানান, খুব দ্রুতই সাইফের সঙ্গে অভিনয় করতে পারবেন বলে তিনি আশা করেন।
‘আমি মনে করি, যখন সঠিক প্রকল্পটি আসবে এবং আব্বা আমার সঙ্গে কাজ করতে চাইবেন ও কোনো পরিচালক আমাদের অভিনয়ের জন্য নিতে চাইবেন। আমরা একসঙ্গে কিছু করার জন্য রোমাঞ্চিত। আব্বার সঙ্গে কাজ করাটা হবে আমার জন্য সম্মানের,’ বলেন সারা। বলিউড হাঙ্গামার সঙ্গে লাইভ চ্যাটে এ কথা বলেছিলেন সারা।
লকডাউনের আগে সাইফ আলি খান অভিনীত সর্বশেষ ছবি ‘জওয়ানি জানেমান’ সম্পর্কে বলতে গিয়ে সারা বলেন, ‘আমার মনে হয়, ছবিতে আলিয়া (ফার্নিচারওয়ালা) বেশ ভালো করেছে। খুব প্রাকৃতিক ও সহজ। আমার ধারণা, তাঁরা দারুণ রসায়ন দেখিয়েছেন। তাঁকে খুদে বার্তা পাঠিয়ে বলেছি, আমার ভালো লেগেছে।’
সারাকে রোহিত শেঠি পরিচালিত ‘সিম্বা’ ও ইমতিয়াজ আলি পরিচালিত ‘লাভ আজ কাল’ ছবিতে অভিনয় করতে দেখা গেছে। লকডাউনের মধ্যে ঘরেই ব্যায়াম করে ও রান্না করে সময় কাটছে তাঁর।