রানু মণ্ডলের সঙ্গে গেয়ে নিজেকে ধন্য মনে করছেন হিরো আলম
বাংলাদেশের আলোচিত-সমালোচিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলমের সঙ্গে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের ভাইরাল গায়িকা রানু মণ্ডল।
গানের শিরোনাম ‘তুমি ছাড়া আমি’; কথা লিখেছেন নজরুল কবির। সুর করেছেন এফ এ প্রীতম। সংগীত আয়োজন করেছেন ওয়াহেদ সাহিন ও মেহেদী বাপন। রেকর্ডিং করেছেন দেব ও নৃপাংশু শেখর।
গতকাল শনিবার সন্ধ্যায় কলকাতার লেকসিটির একটি স্টুডিওতে এই গান রেকর্ডিং করা হয়েছে। গানের ভিডিও পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার।
রাণু মণ্ডলের সঙ্গে গাওয়া প্রসঙ্গে হিরো আলমের ভাষ্য, ‘রানু দিদির কণ্ঠ শুনে বলিউড থেকে হিমেশ রেশমিয়া এসেছেন, তাঁকে বলিউডে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন। তাঁর সঙ্গে গাইতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’