রাহুল-দিশার বিয়ে ১৬ জুলাই, চলছে প্রস্তুতি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/07/10/rahul_vaidya.jpg)
বলিউড সুপারস্টার সালমান খান সঞ্চালিত বিগ বসের ১৪তম মৌসুমের রানারআপ ও সংগীতশিল্পী রাহুল বৈদ্য সম্প্রতি ঘোষণা দেন, দীর্ঘদিনের প্রেমিকা দিশা পারমারকে বিয়ে করবেন ১৬ জুলাই। ভারতে করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই সম্পর্ককে পরবর্তীতে ধাপে নিতে চান এ যুগল।
যদিও করোনা-পরিস্থিতির কারণে তেমন ঘটা করে আয়োজন হচ্ছে না। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, সম্প্রতি এ যুগল পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন। জানান বিয়ের প্রস্তুতির কথা।
এ সময় রাহুলকে লাইট ব্লু হুডির সঙ্গে ম্যাচ করে ডেনিম পরতে দেখা যায়। আর দিশা পরেছিলেন ফ্লোরাল প্রিন্টের পোশাক। পাপারাজ্জিদের ক্যামেরার সামনে তাঁরা পোজ দেন।
বিয়ের প্রস্তুতি প্রসঙ্গে পাপারাজ্জিদের প্রশ্নের জবাবে রাহুল বৈদ্য বলেন, পুরোদমে প্রস্তুতি চলছে। খুবই ব্যস্ত তাঁরা। আশা, সবকিছু ঠিকঠাক ভাবেই সম্পন্ন হবে।
যদিও এ সংগীত তারকা বিয়ের ভেন্যু বা অন্যান্য প্রসঙ্গে মুখ খোলেননি। স্টান্টভিত্তিক টিভি রিয়েলিটি শো খাতরোঁ কে খিলাড়ির ১১তম মৌসুমের প্রতিযোগী রাহুল বৈদ্য বলেন, বিয়ের ভেন্যু সম্পর্কে পরে জানাবেন। তিনি নিশ্চিত করেন, বিয়েতে পাপারাজ্জিদের নিমন্ত্রণ করবেন এবং সবাইকে মিষ্টিমুখ করাবেন।
রাহুল ও দিশা দুজনই এরই মধ্যে কোভিড ভ্যাকসিন গ্রহণ করেছেন। মহামারির কারণে বিয়ের আয়োজন হবে অনাড়ম্বর আর সেখানে উপস্থিত থাকবেন পরিবারের সদস্য এবং নির্বাচিত কিছু বন্ধু।
বিগ বসের ১৪তম মৌসুমে জাতীয় টেলিভিশন চ্যানেলে সবার সামনে দিশাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রাহুল। সেই প্রস্তাব পূর্ণ হতে হাতে মাত্র কয়েক দিন বাকি।