লুৎফর হাসান ও অবন্তী সিঁথির ‘কেমন আছো বন্ধু তুমি’
‘ঘুড়ি’খ্যাত গায়ক লুৎফর হাসানের সঙ্গে নতুন গান নিয়ে আসছেন শিসপ্রিয়াখ্যাত অবন্তী সিঁথি। সম্প্রতি এই গানের অডিও-ভিডিও সম্পন্ন হয়েছে।
গানের কথা ও সুর লুৎফর হাসানের। সংগীত আয়োজন আমজাদ হোসেনের। ভিডিও পরিচালনা করেছেন শান সায়েক।
লুৎফর হাসান বলেন, ‘দুই সংসারের দুই অসুখী মানুষের হাহাকারের গল্প নিয়ে এই গান। এমন অনেকেই কিংবা প্রায় সকলেই এই গোপন ব্যথায় আক্রান্ত, মনের মানুষের সঙ্গে হয়তো তার সংসার হয়নি। পৃথক বসবাসের ব্যাকুলতা উঠে এসেছে গানের কথায়। সুরেও রয়েছে সেই বিরহের উপাদান।’
অবন্তী সিঁথি এর আগে লুৎফর হাসানের কথায় বিচ্ছিন্ন ভাবে গাইলেও দ্বৈত গানে এবারই প্রথম। শান সায়েক কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত হলেও ভিডিও নির্মাতা হিসেবে যাত্রা শুরু তাঁদের এই গানের মাধ্যমে।
‘কেমন আছো বন্ধু তুমি’ গানটি প্রকাশ পাবে লুৎফর হাসানের নিজস্ব ইউটিউব চ্যানেলে।